
বলিউড স্টার রণবীর সিং ১০ তম দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে ‘দক্ষিণ ভারতে সবচেয়ে প্রিয় বলিউড অভিনেতা’ ট্রফি জিতে নিয়েছেন। পুরস্কার গ্রহণ করার সময়, রণবীর বলেছিলেন, যে ভারতের এত বৈচিত্র্যের জন্য তিনি গর্বিত, যা দেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করে তোলে প্রতিটা মুহূর্তে। রণবীর সিং এদিন এই সম্মান পেয়ে বলেন, “এটা পেয়ে আমি কৃতজ্ঞ, একজন শিল্পী হতে পেরে আমি ভীষণ খুশি । আমি যা করতে ভালোবাসি, তা করতে পেরেছি জীবিকার হিসেবে। এটা আপনাদের ভালবাসা এবং গ্রহণযোগ্যতার কারণেই সম্ভব, তাই সবাইকে ধন্যবাদ। আমি আমাদের দেশের প্রসঙ্গে যা পছন্দ করে থাকি তা হল আমাদের সংস্কৃতিতে যে বৈচিত্র্য রয়েছে, তাই আমরা বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় দেশ। ”
রণবীর আরও বলেছিলেন যে দক্ষিণ ফিল্মের প্রতিভা তাঁকে অনুপ্রাণিত করে। “আপনারা সমগ্র জাতির কল্পনাকে ধরে রেখেছেন, আপনারা আমাকে অনুপ্রাণিত করেছেন!” রণবীর সিংও তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ট্রফি একটি ছবি শেয়ার করেছেন এবং দক্ষিণ ফিল্মের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। “এই সম্মানের জন্য দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র সম্প্রদায়ের কাছে কৃতজ্ঞ! আমাকে এত উচ্চ সম্মান দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!,” তিনি ছবির ক্যাপশনে স্পষ্ট উল্লেখ করেন৷
শেষ মুক্তি পাওয়া ছবিতে খুব একটা ভাল ফল করতে পারেননি রণবীর সিং। বক্স অফিসে এক কথায় মুখ থুবরে পড়ে জয়েশভাই জোরদার ছবি। তারই মাঝে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁর ন্যুড ফোটোশুট। এবছর রণবীরের একাধিক ছবির শুটিং-এর কাজ চলছে। তারই মাঝে বিতর্কে নাম জড়িয়ে ছিল তাঁর। যদিও তা পাশ কাটিয়েি তিনি দিব্যি দাপটের সঙ্গে রাজত্ব চালাচ্ছেন বি-টাউনে। প্রতিটা ক্ষেত্রেই তাঁর চাহিদা এখন তুঙ্গে। তারই মাঝে নতুন সম্মান মিলল দক্ষিণভারত থেকে। ফলে এবার রণবীর সিং বেজায় খুশি। দক্ষিণ ও বলিউডের যৌথ প্রচেষ্টায় একাধিক ছবি রয়েছে পাইপলাইনে, এই কোলাবরেশনকে কাজে লাগিয়েই ভক্তদের প্রেক্ষাগৃহে ফেরাতে মরিয়া সেলেবরা।