সুখের সংসার তাঁদের। একজন বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোনকে। অন্যজন গত বছর ডিসেম্বরেই মালা পরিয়েছেন ক্যাটরিনা কাইফের গলায়। কথা হচ্ছে রণবীর সিং ও ভিকি কৌশলের। এবার দীপিকা ও ক্যাটরিনাকে নিয়ে মন্তব্য করতে এ কী বলে বসলেন রণবীর সিং। এক অ্যাওয়ার্ড শো’তে এসে তাঁর মন্তব্য, ক্যাটরিনা ও দীপিকা দুজনেই নাকি দুই অভিনেতার চেয়ে অনেকে বেশি উঁচু দরের!
অ্যাওয়ার্ড শো’টিতে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল রণবীর সিংকে। সেখানে হাজির ছিলেন ভিকি ও ক্যাটরিনাও। হঠাৎই ভিকিকে দেখতে পেয়ে রণবীর মঞ্চ থেকেই বলেন, “ভিকির এই বছরটা বেশ ভাল কেটেছে। আমি ও ভিকি দুজনেই মা অন্ত প্রাণ। করণ জোহরের ছবিতে আমাদের ভাইয়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল। কারণ আমরা দুজনেই লম্বা ও সুন্দর। আমরা দুজনেই স্বপ্নের মতো জীবন কাটাচ্ছি। সবাই আমাদের বলে ওরা (ক্যাটরিনা ও দীপিকা) আমাদের আয়ত্তের বাইরে।” রণবীরের কথা শুনে দর্শকাসনে হাসির রোল ওঠে। রণবীর মজার ছলে বললেও এ কটাক্ষ যে সত্যি সে কথা কারও অজানা নয়। দীপিকা ও রণবীরের প্রণয় পর্বে ইন্ডাস্ট্রিতে সব আগমন ঘটে রণবীরের। সাফল্যের নিরিখে দীপিকাই ছিলেন এগিয়ে। অন্যদিকে ভিকির ক্ষেত্রেও এ কথা খাটে। করণ জোহরের শো’য়ে এসে ভিকি নিজেই জানিয়েছিলেন, ক্যাটরিনা যে তাঁর নাম জানেন, তাঁকে চেনেন– এটা ভেবেই তিনি বেশ খুশি হয়েছিলেন। ক্যাটরিনা তাঁর প্রেমে পড়বেন, ভালবাসবেন তাঁরা বিয়ে করবেন– এ সত্যিই ভাবতে পারেননি ভিকি কৌশলও। অন্যদিকে রণবীর সিংও অতীতেও জানিয়েছেন, দীপিকা যে তাঁকে বেছে নেবেন এও তিনি কোনওদিন কল্পনাও করতে পারেননি।
দুজনের বিয়ের সময়ে হয়েছিল নানা কটাক্ষ। অনেকেই বলেছিলেন তাঁদের বিয়ে কিছুতেই টিকবে না। যদিও ওই জুটি সাংসারিক জীবনে বেশ সুখী। কাজও করছেন চুটিয়ে। প্রসঙ্গত, বি-টাউনে আরও এক জুটিকে নিয়েও রণবীর মজা করেন ওই অনুষ্ঠানে। তাঁরা হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। নিজেদের বাড়িতেই যেভাবে ছোট আয়োজনে বিয়ে সেরেছিলেন তাঁরা সে কথা উল্লেখ করে রণবীরের বক্তব্য, ‘আমার সিন্ধি বাবা বেশ খুশি হয়েছে ওদের বিয়ে দেখে।”