Rapper Raftaar: সম্পর্কে পোঁতা হল শেষ পেরেকও, আলাদা হচ্ছেন র‍্যাপার রাফতার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 24, 2022 | 6:55 PM

Rapper Raftaar: ২০১১ সালে এক বন্ধুর সূত্রে আলাপ হয় তাঁদের দুজনের। পাঁচ বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালে বিয়ে করেন তাঁরা।

Rapper Raftaar: সম্পর্কে পোঁতা হল শেষ পেরেকও, আলাদা হচ্ছেন র‍্যাপার রাফতার
বিয়ের ক'বছরের মধ্যেই আলাদা হচ্ছেন র‍্যাপার রাফতার

Follow Us

সম্পর্কে পোঁতা হয়ে গেল শেষ পেরেকও। অবশেষে আলাদা হচ্ছেন র‍্যাপার র‍্যাফতার ও তাঁর স্ত্রী কোমল বোহরা। হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরেই তাঁদের বিচ্ছেদে লাগতে চলেছে আনুষ্ঠানিক শিলমোহর। এর আগে ২০২০ সালে বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন তাঁরা। ওই প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বহু আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্যান্ডেমিকের কারণে সমস্ত কিছু পিছিয়ে যায়।” সূত্র বলছে, ইতিমধ্যেই নিজ নিজ জীবনে এগিয়ে গিয়েছেন তাঁরা। দুজনে দুজনকেই ইনস্টাগ্রামেও আর অনুসরণ করে না। কিন্তু সম্পর্কে তিক্ততা নেই।

২০১১ সালে এক বন্ধুর সূত্রে আলাপ হয় তাঁদের দুজনের। পাঁচ বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালে বিয়ে করেন তাঁরা। সে সময় ছবি শেয়ার করে রাফতার লিখেছিলেন, “আমার সোলমেটের সঙ্গে বিয়ে করলাম”। রাফতারের আসল নাম দিলিন নায়ার। বেশ কিছু জনপ্রিয় গানের সুরকার তিনি। এর মধ্যে রয়েছে ‘ধুপ চিল’, ‘গো পাগল’ ইত্যাদি। আমির খানের ছবি ‘দঙ্গল’-এর ‘ধাকড়’ গানটি তাঁরই গাওয়া। এ ছাড়াও ডান্স ইন্ডিয়া ডান্সসহ বেশ কিছু টিভিশো’র বিচারক ছিলেন তিনি। বিচারক হিসেবে তাঁকে দেখা গিয়েছে ‘রোডিজ’ রিয়ালিটি শো’তেও। টেলি অভিনেতা করণ এবং কুণাল বোহরার বোন কোমল। ‘জিন্দেগি কি মেহক’,’ব্রহ্মরাক্ষস’-এর মতো শো-এ মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁর ভাইকে। তিনি নিজেও ইন্টেরিয়র ডেকরেটর।

এই খবরে মন খারাপ রাফতার ভক্তদের। কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে সুস্মিতা সেনের ভাই রাজীব ও তাঁর স্ত্রী চারুর বিচ্ছেদের খবর। আরও এক বিচ্ছেদ হতে চলেছে খুব শীঘ্রই। মন ভাল নেই রাফতার অনুরাগীদেরও। যদিও র‍্যাপার অথবাঁ তাঁর স্ত্রীর তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Next Article