Rashmika Mandana: ৮০ লাখ টাকা সরিয়ে রশ্মিকাকে ঠকালেন কাছের মানুষ
Gossip: রশ্মিকাকে নিয়ে ভক্তদের মনে এখন উত্তেজনায় বারুদ তুঙ্গে। নতুন পর্বে ঠিক কতটা ভূমিকা বাড়তে চলেছে রশ্মিকার, তা নিয়ে উদগ্রীব পুষ্পা ছবির ভক্তরা।
রশ্মিকা মন্দানা, দক্ষিণীদুনিয়ার অন্যতম অভিনেত্রী। গোটা ভারতে যাঁকে নিয়ে চর্চা এখন তুঙ্গে। রশ্মিকার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। একের পর এক ছবি এখন তাঁর হাতে। রেশ্মিকা মন্দানা, বরাবরই ভক্তদের বেশ পছন্দের অভিনেত্রী। একের পর এক ছবি করে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে এই স্টার। পুষ্পা ছবি থেকে তাঁর দাপট শুরু সিনে পাড়ায়। আল্লু আর্জুনের সঙ্গে জুটি বাঁধতেই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন শ্রীভাল্লী। তবে রেশ্মিকাকে নিয়ে এবার নয়া খবর জায়গা করে নিল সিনেপাড়ায়। খুব কাছের মানুষের দ্বারা প্রতারিত হলেন। দীর্ঘদিনের ম্যানেজার তাঁর, বহুদিনের সম্পর্ক তাঁদের মধ্যে। তাই তাঁকে অন্ধের মতো বিশ্বাস করতেন রেশ্মিকা।
তবে শেষ পর্যন্ত সেই বিশ্বাস রাখতে পারলেন না অভিনেত্রীর ম্যানেজার । মোট ৮০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছেন তিনি। না, ঠিক পালিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। কারণ সূত্রের খবর ম্যানেজার এখন আর রেশ্মিকার কাজ দেখেন না। কারণ বিষয়টি আন্দাজ করার পরই রশ্মিকা তাকে বরখাস্ত করেছেন। যদিও এ খবর সত্যি কি না সে বিষয়ে মুখ খুলতে নারাজ রেশ্মিকা। তিনি এ বিষয়ে কোনও কথা না বললেও দক্ষিণী দুনিয়ায় এই নিয়ে চর্চা তুঙ্গে। এও শোনা যায়, রশ্মিকা নাকি চাননি এই বিষয়টা নিয়ে বেশি জল ঘোলা হোক।
তাই ম্যানেজারকে কাজ থেকে বরখাস্ত করেই বিষয়টিতে ইতি টানতে চেয়েছিলেন অভিনেত্রী। যদিও সিনেপাড়ার খবর চেপে রাখা বেশ শক্ত বিষয়। তাই এটাও ব্যতিক্রম হল না। কিছুদিনের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল সর্বত্র। তবে খবর নিয়ে চর্চা হলেও রশ্মিকা এ বিষয়ে মুখে এঁটেছেন কুলুপ। বর্তমানে তিনি পুষ্পা ২ ছবির কাজ নিয়ে ব্যস্ত। কিছুদিন আগেই রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেল ছবির শুটিং শেষ করেছেন তিনি।
রশ্মিকাকে নিয়ে ভক্তদের মনে এখন উত্তেজনায় বারুদ তুঙ্গে। নতুন পর্বে ঠিক কতটা ভূমিকা বাড়তে চলেছে রশ্মিকার, তা নিয়ে উদগ্রীব পুষ্পা ছবির ভক্তরা। পরিচালক আগেই স্পষ্ট করে দিয়েছেন এবার রশ্মিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে ছবিতে। পুষ্পা পার্ট ওয়ানের কেমন একটা জমজমাট পর্ব ছিল না তার। কেবল আল্লু আর্জুনের সঙ্গে প্রেম কাহিনিতেই ভাইরাল হয়ে গিয়েছিলেন শ্রীভল্লী। এবার যদিও বিষয়টা অন্যভাবেই সাজাচ্ছেন পরিচালক।