দক্ষিণী স্টার রশ্মিকা মন্দনা এখন বলিউডে। সাম্প্রতিক সেলেবদের দেখা যাচ্ছে দক্ষিণ ও বলিউডকে একযোগেই কাজ করতে। প্রযোজনা থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী, অনেকেই এখন এই দুই ইন্ডাস্ট্রিতে একযোগে ছক্কা হাকাচ্ছেন। সেই তালিকায় এখন নাম লিখিয়েছেন রশ্মিকাও। সম্প্রতি তিনি অ্যানিম্যাল ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে ছবির কাজে নয়, একটি ফ্যাশন শো-র জন্য রশ্মিকা উপস্থিত হয়েছিলেন দিল্লিতে। এটাই তাঁর প্রথম দিল্লি সফর। দিল্লিতে পা রাখা মাত্রই তিনি মনের মতো করে একাধিক সখ পূরণ করতে চাইলেও পেড়ে ওঠেননি। আগে থেকেই বানিয়ে নিয়েছিলেন একটি তালিকা। দিল্লিতে গেলে তিনি ঠিক কী কী করবেন।
তবে না, দিল্লিতে গিয়ে সবটা সম্ভব না হলেও দুটো বিষয় সম্পর্কে শুনেছিলেন অনেক সুখ্যাতি। এক দিল্লির শপিং আর দুই দিল্লির খাবার। শপিং করা সম্ভব হয়নি রশ্মিকার, তবে দিল্লির খাবার তিনি চেখে দেখেছেন। একদিন তাঁর গোটা টিম গিয়েছিল ডিনার করতে। সেখানেই সুস্বাদু খাবারে মন ভরে গিয়েছে তাঁর। তবে দিল্লির চার্ট, দিল্লির অন্যান্য পদ নিয়েও অনেক কথা শুনলেও তিনি খেতে পারেননি। কারণ একটাই, সেখানে বড্ড ভিড়ে রশ্মিকার পক্ষে সম্ভব ছিল না গিয়ে স্ট্রিট ফুডের স্বাদ নেওয়া।
তবে খাবার নিয়ে কিছুটা ইচ্ছেপূরণ হলেও শপিং তিনি করেননি। সেই সময়টা ছিল না, তারওপর তিনি চেয়েছিলেন যে তিনি স্থানিয় মার্কেট থেকে কেনাকাটা করতে। তা করে উঠা হয়নি রশ্মিকার। যার ফলে রশ্মিকা সম্পূর্ণ তালিকায় থাকা প্রতিটা ইচ্ছেপূরণ করতে না পাড়লেও কোথাও গিয়ে যেন অল্প হলেও দিল্লির খাবার মুখে তুলতেই মুগ্ধ। সেই প্রশংসায় তিনি বললেন, শুনেছিলেন অনেক সুখ্যাতি, তবে এবার তিনি বুঝলেন, কেন সকলে দিল্লির খাবার নিয়ে এত প্রশংসা করে। বর্কমানে রণবীর কাপুরের সঙ্গে অ্যানিম্যাল ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন পুষ্পা অভিনেত্রী রশ্মিকা।