Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rashmika Mandana: এবার ডিপফেক-এর শিকার আলিয়া, মেয়েদের উদ্দেশে কী আর্জি রশ্মিকার?

Viral News: দক্ষিণী স্টার স্পষ্ট আবেদন করলেন, চুপ করে না থাকতে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই বিষয়টা মোটেও সামান্য বিষয় নয়, তাই মেয়েদের মোটেও চুপ করে থাকা উচিত নয়। সকলেই যেন এই বিষয়টা নিয়ে মুখ খোলেন, আবেদন করলেন তিনি।

Rashmika Mandana: এবার ডিপফেক-এর শিকার আলিয়া, মেয়েদের উদ্দেশে কী আর্জি রশ্মিকার?
অভিনেত্রী রশ্মিকা মন্দানা।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 6:48 PM

রশ্মিকা মন্দানা, ডিপফেক ভিডিয়োর জেরে কিছুদিন আগেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন। লিফটে তাঁর যে ভি়ডিয়ো ভাইরাল হয়েছিল, তা সম্পূর্ণভাবেই ভুয়ো। তবে তিনি একাই নন, ডিপফেক অ্যাপের মাধ্যমে আরও অনেক সেলেবদের ভুয়ো ছবি তৈরি করা হয়। যেখানে ক্যাচরিনা কাইফ, কাজলের নামও উঠে আসতে দেখা গিয়েছে। এবার নাম উঠে এসেছে আলিয়া ভাটের। সম্প্রতি তাঁর একটি ভুয়ো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। যদিও এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্যই করতে রাজি হননি। তবে এবারও মুখ খুললেন রশ্মিকা মন্দানা। দক্ষিণী স্টার স্পষ্ট আবেদন করলেন, চুপ করে না থাকতে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই বিষয়টা মোটেও সামান্য বিষয় নয়, তাই মেয়েদের মোটেও চুপ করে থাকা উচিত নয়। সকলেই যেন এই বিষয়টা নিয়ে মুখ খোলেন, আবেদন করলেন তিনি।

প্রথমত, আমি যখন এই ভুয়ো ভিডিয়োটা দেখি, আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। চিন্তায় পড়েছিলাম, এসব কী ঘটছে? আমি ভেবেছিলাম আমি আমার টিমের কাছ থেকে কোনও সাহায্য পাব না। প্রথম যে ব্যক্তি আমার হয় মুখ খোলেন তিনি হলেন অমিতাভ বচ্চন। পরবর্তীতে অনেকেই এগিয়ে এসেছিলেন। এখানেই শেষ নয়, তিনি আরও জানান, আমি প্রতিটা মেয়ের উদ্দেশে বলতে চাই, এটা কোনও স্বাভাবিক বিষয় নয়। কিছু সময় চুপ থাকাই উচিত নয়, যখন বিষয়টা আপনাকে প্রভাবিত করছে। তুমি সাহায্য নিতে পার, তুমি প্রতিক্রিয়া জানাতে পার, মানুষ তোমায় সাহায্য করবে, আমরা সত্যি একটা ভাল দেশে বা,করি।