দু’টো দু’টো জাতীয় পুরস্কার, পদ্মশ্রী পেয়েছেন তিনি। এত বছরের কেরিয়ারে তাঁর ছবির সংখ্যাও নেহাত কম নয়। অথচ এই এত বছর ধরে একটা জিনিস বজায় রেখেছেন রবীনা টন্ডন। তা হল, ‘নো কিসিং পলিসি’। অর্থাৎ যাই হয়ে যাক না কেন, অনস্ক্রিন কাউকেই তিনি চুমু খাবেন না। অথচ একবার বেকায়দায় এক পুরুষ অভিনেতার ঠোঁট ছুঁয়েছিল তাঁর ঠোঁট। আর এর পরেই তাঁর যা অবস্থা হয়েছিল তা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
তাঁর কথায়, “এখনও মনে আছে, এক অভিনেতার সঙ্গে ধস্তাধস্তির এক দৃশ্য শুট করছিলাম আমি। এখনও মনে আছে হঠাৎ করেই আমার ঠোঁট তাঁর ঠোঁট ছুঁয়ে ফেলে। আমার ভুল ছিল। এসবের কোনও দরকার ছিল না। আমি আমার ঘরে যাই, আমার বমি পাচ্ছিল। ভীষণ অস্বস্তি হচ্ছিল। আমি সহ্য করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল, যাও গিয়ে ব্রাশ কর, ১০০ বার তোমার মুখ ধোও।” রবীনা জানিয়েছেন, ওই ঘটনার পর যদিও সেই অভিনেতা তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। না, অভিনেতার নাম তিনি নেননি। তবে জানিয়েছেন, ছবিটিতে ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছিল সেই অভিনেতাকে।
প্রসঙ্গত, রবীনার মেয়ে রাশা থডানী খুব শীঘ্রই অজয় দেবগণের ভাগ্নের সঙ্গে বলিপাড়ায় ডেবিউ করতে চলেছেন। তিনি কোনওদিন অনস্ক্রিন চুমু খাননি। কিন্তু রাশা যদি এ ক্ষেত্রে মা’কে অনুসরণ না করেন, তবে? আপত্তি জানাবেন রবীনা? তাঁর কথায়, “এটা তো নিজের উপর নির্ভর করে। যদি ও নিজে স্বচ্ছন্দ বোধ করে তবে কেন নয়? আমি স্বচ্ছন্দ বোধ করিনি বলে ও যে করবে না এমনটা তো হতে পারে না তবে ও যদি নিজে স্বচ্ছন্দ বোধ না করে তবে কারও ক্ষমতা নেই ওকে জোর করার।”