Rasha Thadani: ২০ বছরের বড় এই নায়কের বিপরীতেই ডেবিউ করছেন রবীনার মেয়ে?

Rasha Thadani: রাসা থান্ডানি-- সম্পর্কে তিনি ৯০ দশকের প্রথম সারির অভিনেত্রী রবিনা টন্ডনের মেয়ে। খুব শীঘ্রই যে বলিউডে ডেবিউ হতে চলেছে তাঁর, এ কথা বিগত বেশ কিছু দিন ধরেই হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। কিন্তু কার সঙ্গে ডেবিউ হবে রবীনা কন্যার, তা নিয়েই চলছিল জোর আলোচনা।

Rasha Thadani: ২০ বছরের বড় এই নায়কের বিপরীতেই ডেবিউ করছেন রবীনার মেয়ে?
২০ বছরের বড় এই নায়কের বিপরীতেই ডেবিউ করছেন রবীনার মেয়ে?

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 01, 2023 | 7:37 PM

 

রাসা থান্ডানি– সম্পর্কে তিনি ৯০ দশকের প্রথম সারির অভিনেত্রী রবিনা টন্ডনের মেয়ে। খুব শীঘ্রই যে বলিউডে ডেবিউ হতে চলেছে তাঁর, এ কথা বিগত বেশ কিছু দিন ধরেই হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। কিন্তু কার সঙ্গে ডেবিউ হবে রবীনা কন্যার, তা নিয়েই চলছিল জোর আলোচনা। শোনা গিয়েছিল অজয় দেবগণের ভাগ্নের সঙ্গেই নাকি বলিউডে পা দিতে চলেছেন তিনি। কিন্তু হঠাৎই শোনা যাচ্ছে নতুন খবর। ২০ বছরের বড় এক জনপ্রিয় অভিনেতার বিপরীতেই নাকি ডেবিউ হবে তাঁর। কে তিনি আন্দাজ করতে পারেন? তিনি আর কেউ নন। অস্কারপ্রাপ্ত ছবির অভিনেতা রামচরণ। হ্যাঁ, ঠিকই শুনছেন। শোনা যাচ্ছে, এক তেলুগু ছবির মধ্যে দিয়েই নাকি ফিল্মি দুনিয়াতে ডেবিউ হচ্ছে তাঁর। এও জানা যাচ্ছে রাম চরণ ছাড়াও নাকি ওই ছবিতে থাকবেন বুচি বাবু সানাও। যদিও রামচরণ, রবিনা অথবা রাসা– কেউই এখনও এ নিয়ে মুখ খোলেননি। তবে জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি জোরকদমে চলছে প্রস্তুতি।

এর আগে মেয়ের ডেবিউ প্রসঙ্গে রবিনা জানিয়েছিলেন, তাঁর মেয়ে এখনও অনেক ছোট। তিনি চান, আগে রাসা পড়াশোনা শেষ করুক। এরপর যদি তিনি বলিউডে পা রাখার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে মা হিসেবে একেবারেই আপত্তি নেই তাঁর। রবীনা এও জানিয়েছিলেন সারাজীবন তিনি অনস্ক্রিন ‘নো কিসিং পলিসি’ ধরে রাখলেও মেয়ে যদি অনস্ক্রিন চুমুতে অস্বস্তিবোধ না করে, তবে সে নিয়েও কোনও সমস্যা নেই তাঁর। আগামী দিনে রাসা কী করতে চলেছেন এখন সেটাই দেখার।