Rekha-Kabir Bedi: ৩৫ বছর পর আবারও এক হলেন রেখা-কবীর
Rekha-Kabir Bedi: কেটে গিয়েছে ৩৫ বছর। — জীবন গিয়েছে চলে কুড়ি-কুড়ি বছরের পার... তবু সাক্ষাৎ হয়নি তাঁদের। সাক্ষাৎ হলেও হয়নি আলাপ।

কেটে গিয়েছে ৩৫ বছর। — জীবন গিয়েছে চলে কুড়ি-কুড়ি বছরের পার… তবু সাক্ষাৎ হয়নি তাঁদের। সাক্ষাৎ হলেও হয়নি আলাপ। অবশেষে হল। জমকালো কাঞ্জিভরমে কবীরের বাহুলগ্না হয়ে ধরা দিলেন রেখা। আর তাতেই বেজায় খুশি কবীর বেদী। এই মিলনের নেপথ্যে, সাম্প্রতিক অতীতের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই হাজির হয়েছিলেন রেখা ও কবীর দু’জনেই। রেখার সঙ্গে ‘খুন ভরি মাঙ্গ’-এ অভিনয় করেছিলেন কবীর। সেই ছবি হিট হয়েছিল। ৩৫ বছর পর সেই দৃশ্যপটই যেন ধরা দিল রিয়েলে। ক্যাপশনে কবীর লিখেছেন, “এই হল রেখা। ‘খুন ভরি মাঙ্গ’-এ আমার সহ অভিনেত্রী।” এখানেই থামেননি তিনি। জানিয়েছেন, এই ছবিটির দিকে তাকিয়ে তিনি ও তাঁর স্ত্রী শেয়ার করেছেন নস্টালজিক চ্যাটও। মনে পড়ে গিয়েছে পুরনো দিনের না ভোলা কথাও। শুধু কি তাঁদের মনে পড়েছে? মোটেও নয়, রেখা ও কবীরকে এক ফ্রেমে দেখে ভক্তদেরও মনে পড়ে গিয়েছে ১৯৮৮ সালের সেই আইকনিক ছবির কথা। রাশিয়াতে ওই ছবি দারুণ হিট হয়েছিল। সেই কথাই মনে করিয়ে দিয়েই একজন লেখেন, “আরমেনিয়াতেও এই ছবি বিশাল হিট হয়েছিল। আমাদের গ্রামের সিনেমা হলে অনেক বার দেখেছি এই ছবি। অনেক ধন্যবাদ। অনেকেরই আবার মনে পড়ে গিয়েছে সেই রক্তাক্ত দৃশ্যটির কথা। যেখানে কবীর বেদী রেখাকে জলে ছুড়ে ফেলে দিয়েছিলেন। ছবিটির পরিচালক ছিলেন রাকেশ রোশন। ছবিটি সে সময় ব্যাপক হিট হয়েছিল।
View this post on Instagram
কবীর বেদী। বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয়ের খাতিরে তাঁর স্বদেশে অনুরাগীর সংখ্যা কম নয়। কিন্তু হলিউডে কাজ করার সুবাদে বিশ্বের দরবারেও কবীরের অন্য পরিচিতি রয়েছে। ইতালিয়ান ছবি, টিভি শোয়ে অভিনয় করেছেন তিনি। জেমস বন্ডের ছবিতেও অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কিন্তু যে সময় তিনি হলিউডে কাজ করছেন, ব্যক্তি জীবনে বাবা বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। এ নিয়ে সাক্ষাৎকারে মুখও খুলেছিলেন তিনি। বলেছিলেন, ”
হলিউডে কাজ করার সময় আমার এমন কিছু অভিজ্ঞতা হয় যাতে অত্যন্ত মানসিক আঘাত পাই। আমার ছেলে আত্মহত্যা করে। সে সময় আর্থিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছিলাম। একজন সেলেব্রিটির দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত অপমানজনক। কিন্তু বাঁচানোর উপায় খুঁজতে হয়েছিল। আমি তো সারা জীবন ধরেই নিজেকে আবিষ্কার করে গিয়েছি।” ১৯৮৩-তে বন্ডের ছবি Octopussy-তে অভিনয় করেন কবীর। বন্ড পরিবারের অংশ হয়ে যাওয়া যথেষ্ট গর্বের। আজও তিনি কেতাদুরস্ত। এতগুলো বসন্ত পার করলেও তাঁর ভক্তসংখ্যায় ভাঁটা পড়েনি।





