Rishab Shetty: নতুন নজির গড়ল ‘কান্তারা’, তৈরি করল ৪০০ কোটি টাকার মাইলফলক

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 22, 2022 | 7:59 PM

Kantara: 'কেজিএফ চ্যাপ্টার ২'-এর ব্যবসাকে ছাপিয়েছে এই কন্নড় ছবি। লাভের অঙ্কের নিরিখে কর্ণাটকে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে ছবিটি।

Rishab Shetty: নতুন নজির গড়ল কান্তারা, তৈরি করল ৪০০ কোটি টাকার মাইলফলক
'কান্তারা'...

Follow Us

‘কান্তারা’র নতুন মাইলফলক তৈরি হয়েছে সম্প্রতি। ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। তারপর থেকে ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে ‘কান্তারা’। ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর ব্যবসাকে ছাপিয়েছে এই কন্নড় ছবি। লাভের অঙ্কের নিরিখে কর্ণাটকে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে ছবিটি। সপ্তাহান্তে জানা গিয়েছে এই সুখবর।

৩০ সেপ্টেম্বর কেবল কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল এই ছবি। অক্টোবরে মুক্তি পায় হিন্দিতেও। শুরুর দিকে সে রকম উল্লেখযোগ্য ফলাফল করেনি ছবি। কিন্তু যত দিন এগিয়েছে, সাড়া ফেলতে শুরু করে ‘কান্তারা’। মঙ্গলবার (২২.১১.২০২২) জানা যায়, ৪০০ কোটির ব্যবসা করেছে এই দক্ষিণ ভারতীয় ছবি।

ভারতীয় সিনেমার ইতিহাসে ‘কান্তারা’ ইতিহাস তৈরি করেছে। মাত্র ১৫ কোটি টাকায় তৈরি হয়েছে এই ছবি। শুরুতে কেউই কল্পনা করতে পারেনি এই ছবি ১০০ কোটির বেশি ব্যবসা করবে। কিন্তু যত দিন এগিয়েছে, দর্শকের মুখে-মুখে ফিরছে ছবির নাম। তারপর এই মাইলফলক রচনা করে ‘কান্তারা’। ক্রমেই ৪০০ কোটির ব্যবসা করে তৈরি করল নয়া ইতিহাস।

তরণ আদর্শের মতো ট্রেড অ্যানালিস্টরা টুইট করেছেন, “বিশ্বের নিরিখে ‘কান্তারা’র এ পর্যন্ত মোট ব্যবসা (হল কালেকশন) ৪০০ কোটি টাকা।” দেশের একেকটি রাজ্যে কেমন ব্যবসা করেছে, তার সেই তালিকা দিয়েছেন তরণ। টুইট করে তিনি লিখেছেন, “কর্ণাটকে ‘কান্তারা’র ব্যবসা ১৬৮.৫০ কোটি টাকা। তেলেঙ্গানায় ৬০ কোটি, তামিল নাড়ুতে ১২.৭০ কোটি, কেরলে ১৯.২০ কোটি, বিদেশে ৪৪.৫০ কোটি, উত্তর ভারতে ৯৬ কোটি…”

Next Article