Ritwick Chakraborty: ঋত্বিকের ‘গ্রুমিংয়ের দরকার আছে বস’, ট্রোলিংয়ের মোক্ষম জবাব দিলেন অভিনেতা
শোনা যাচ্ছে, প্রদীপ্ত ভট্টাচার্য এবং ঋত্বিক চক্রবর্তীর নতুন প্রযোজনা সংস্থা—'১৮০ ডিগ্রি'র প্রথম উপস্থাপনায় আসতে চলেছে ওয়েব সিরিজ ‘বিরহী’।
একটি সাদা-কালো ছবি। সহজ হাসি ঠোঁটে মেখে নিজস্বী তুলেছেন অভিনেতা।ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে খোলা জানলা। আর তা পেরিয়ে আবছাভাবে গাছপালার ডালপাতা। ছবির ক্যাপশনে ঋত্বিক লিখেছেন, ‘এই ভাল সাদা কালো’। নিজের জীবনের মতো ছবিতেও সহজ-সরল দেখাচ্ছে অভিনেতাকে। এক কথায় ঠিক যেভাবে তিনি নিজের রোজকার দিন কাটান, সেভাবেই তুলেছেন ছবি। কিন্তু নিজের অফিশিয়াল পেজে সহজ এই ছবি পোস্ট করতে তা একটু বেশিই জটিল হয়ে উঠবে তা কি জানতেন ঋত্বিক।
অভিনেতার কমেন্ট সেকশনে এক জনৈক মহিলা ঋত্বিককে ‘গ্রুমিং’ হওয়ার উপদেশ দিলেন। সায়নী রায় নামক এর প্রোফাইল থেকে করা হয়েছে—‘আপনার অভিনয় খুবই ভাল লাগে। কিন্তু আপনার একটাই সমস্যা, আপনি নিজের গ্রুমিংয়ের প্রতি একটু খেয়াল রাখলে ব্যাপারটা আরও ভালো হত। হয়তো আপনার মনে হয় যে গ্রুমিংয়ের দরকার নেই , সেটা ভুল। গ্রুমিংয়ের ও দরকার আছে বস।’
না না চুপ করে থাকেননি ঋত্বিক চক্রবর্তীও উত্তরে লিখলেন, ‘সায়নী রায়, গ্রুমিং মানে আমার অভিনয় অভিজ্ঞতা, উচ্চারণ, মানুষকে দেখা-শেখা-বোঝা-জানা এগুলো নিয়ে বলছেন নাকি ত্বক-চুল-পেশি নিয়ে বলছেন সেটা তো বলুন? একটু শিখে নিই এই সুযোগে। মানে ‘নিজের গ্রুমিং’ বলতে ঠিক কী???’
না এরপর সেই প্রোফাইল থেকে কোনও কমেন্ট পড়েনি। তবে একে একে ঋত্বিকের অনুরাগীরা অভিনেতার সমর্থনে লিখেছেন, ‘উনি এটা বোঝেন না যে সবার সব কিছুর দরকার হয় না।’ আবার অন্যজন লেখেন, ‘তুমি যেমন তেমনই তুমি খুব ভাল’।
পরিচালক-বন্ধু প্রদীপ্ত ভট্টাচার্য আনতে চলেছেন নতুন ওয়েব সিরিজ ‘বিরহী’। শোনা যাচ্ছে, প্রদীপ্ত ভট্টাচার্য এবং ঋত্বিক চক্রবর্তীর নতুন প্রযোজনা সংস্থা—’১৮০ ডিগ্রি’র প্রথম উপস্থাপনায় আসতে চলেছে এই সিরিজ।
আরও পড়ুন Kareena Kapoor: কাজেও যাব এবং শহরের বেস্ট মমি হয়ে উঠব: করিনা কাপুর