
বিহঙ্গী বিশ্বাস
এই তো গত বছরের ঘটনা। রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘আজা ছোরে, হাঁ আজা ছোরে…নাচো নাচো…’-র সঙ্গে বিয়ে বাড়ি থেকে ডিস্কো ঠেকে পা মিলিয়েছিলেন আপনিও। সেই গানেরই তেলুগু ভার্সন ‘নাটু নাটু’ সোমবার করে ফেলল বিশ্বজয়। গোল্ডেন গ্লোবের পর এ বার জিতে নিল অস্কারও। তেলুগু গানটি লিখেছিলেন চন্দ্র বোস। আর হিন্দি ‘নাচো নাচো’র রচয়িতা এক বাঙালি কন্যে। নাম রিয়া মুখোপাধ্যায়। ‘আরআরআর’-এই জয়ে কী প্রতিক্রিয়া তাঁর? TV9 Bangla-র সঙ্গে এক্সক্লুসিভলি কথা বললেন তিনি। মুম্বইয়ে বসেই উচ্ছ্বাস যেন ঝরে পড়ছে তাঁর গলায়। বললেন, “একটা অসামান্য জয়, আমি শুভেচ্ছা জানাতে চাই কিডবাণী স্যরকে, চন্দ্র বোসকে যিনি তেলুগু লিরিক্সটা লিখেছেন। ওঁরা দুজনের যখন পুরস্কার নিয়ে দাঁড়িয়েছিলেন এত ভাল লাগছিল দেখতে। কিডবাণী স্যর ভীষণ ভাল একজন মানুষ। উনি কী সুন্দর ভাবে গাইলেন। লিরিসিস্ট চন্দ্র বোসকে নিয়ে আর কী বা বলব। আর নাটু নাটুর হুকস্টেপ তো এখন সারা দেশে জনপ্রিয়। কী ভাল লাগছে…”। এখানেই থামেননি রিয়া। জানালেন ইতিমধ্যেই তাঁর ‘কিডবাণী স্যর’কে মেসেজ করেছেন তিনি, অপেক্ষায় রয়েছেন তাঁদের দেশে ফেরার।
প্রায় সাড়ে চারশ কোটি টাকা দিয়ে বানানো এই ছবি ব্যবসা করেছিল ১২০০ কোটি টাকার। রামচরণ ও জুনিয়র এনটিআরের অভিনয় তো প্রশংসিত হয়েছিল, একই সঙ্গে ছবির চিত্রনাট্য, প্রেক্ষাপটও বেশ মনে ধরেছিল দর্শকের। ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও অজয় দেবগণকে। ওই ছবির জন্য অজয় দেবগণের পারিশ্রমিক ছিল আকাশছোঁয়া। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু ও কোমারাম ভীমের লড়াইয়ের উপর তৈরি হয়েছে সিনেমার কাহিনী। ভারতীয়দের উপর ব্রিটিশ অত্যাচার, রুখে ধারানোর কাহিনী ধরা দিয়েছিল ছবিতে। সেই ছবি যে একের পর এক পুরস্কার জিতে নেবে তা কে জানত? আপাতত গোটা দেশ মাতোয়ারা তাঁদের জয় নিয়ে। আর তাঁরা? গোটা ‘আরআরআর’ টিম এখন সপ্তম স্বর্গে।