Word of the Year: প্রিয় মানুষকে প্রোপোজ় করতে চান ইয়ারএন্ডে, Rizz-এর ব্যাপারে খোঁজখবর নিয়ে নিন দ্রুত

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 12, 2023 | 4:41 PM

Dating Terms: জ়েন জ়েড-এর ডেটিং টার্ম‌ ঘুরে বেড়ায় মুঠোফোনের স্ক্রিনজুড়ে। ঠিক যে রকম ‘সিচুয়েশনশিপ’ (Situationship)। এই শব্দও ‘অক্সফোর্ড‌ প্রেস ইয়ার অফ দ্য ওয়ার্ড’-এর দৌড়ে ছিল। এরকমই কত-শত শব্দ রয়েছে, যা জ়েন জ়েড-এর ডেটিং-এর ক্ষেত্রে ব্যবহার করে থাকে।

Word of the Year: প্রিয় মানুষকে প্রোপোজ় করতে চান ইয়ারএন্ডে, Rizz-এর ব্যাপারে খোঁজখবর নিয়ে নিন দ্রুত

Follow Us

Gen Z-এর ‘স্পাইডারম্যান’ বলে পরিচিত হলিউড স্টার টম হল্যান্ড একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমার কোনও ‘রিজ়’ (Rizz) নেই।” Buzzfeed-এর ডেটিং গেমের এই সাক্ষাৎকারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় হু-হু ভাইরাল হতে শুরু করে ‘রিজ়’। হ্যশট্যাগ তৈরি হয় ‘রিজ়’-এর। এই সাক্ষাৎকার দেওয়া পর্যন্ত ‘স্পাইডারম্যান’ টম হল্যান্ডও জানতেন না যে এই ‘রিজ়’-এর জায়গা হতে চলেছে অক্সফোর্ড‌ অভিধানে। প্রতি বছরের মতো এবারেও সেরা শব্দ বেছে নিয়েছে অক্সফোর্ড ডিকশনারি। ‘সিচুয়েশনশিপ’, ‘বেজ় ফ্ল্যাগ’, ‘প্যারাসোশ্যাল’-এর মতো শব্দকে পিছনে ফেলে ৩২ হাজারেরও বেশি ভোটে ২০২৩-এর সেরা শব্দ হয়েছে ‘রিজ়’।

রোম্যান্টিক সঙ্গীকে আকর্ষণ করাকে এক কথায় বলে ‘রিজ়’। অর্থাৎ সহজ কথায়, ক্রাশের নজর কাড়ার জন্য আপনি যে কাজগুলো করেন, সেটাই ‘রিজ়’। অক্সফোর্ড অভিধান অনুযায়ী, ‘রিজ়’ হল এমন একটি শব্দ যা স্টাইল (Style), চার্ম‌ (Charm) ও আকর্ষণীয়তা বা attractiveness-কেই বোঝায়। মানে ‘রিজ়’-এর সংজ্ঞা বলতে হলে এই স্টাইল, চার্ম‌ ও আকর্ষণীয়তার সংমিশ্রণকে বোঝানো হচ্ছে। রোম্যান্টিক বা যৌনসঙ্গীকে নিজের প্রতি আকৃষ্ট করার ক্ষমতাই হল ‘রিজ়’। অনেকের মতে, ‘ক্যারিশ্মা’ (charisma) শব্দ থেকেই ‘রিজ়’-এর জন্ম। তবে, ‘রিজ়’-এর ক্যারিশ্মা‌ মোটেও কম নয়।

‘চেরি’ স্টার টম হল্যান্ডের ‘রিজ়’ কতটা, তা হয়তো নেটমাধ্যম জানে না। কিন্তু জ়েন জ়েড-এর ডেটিং টার্ম‌ ঘুরে বেড়ায় মুঠোফোনের স্ক্রিনজুড়ে। ঠিক যে রকম ‘সিচুয়েশনশিপ’ (Situationship)। এই শব্দও ‘অক্সফোর্ড‌ প্রেস ইয়ার অফ দ্য ওয়ার্ড’-এর দৌড়ে ছিল। এরকমই কত-শত শব্দ রয়েছে, যা জ়েন জ়েড-এর ডেটিং-এর ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তবে, ‘রিজ়’ যে শুধু ডেটিং ট্রেন্ডের মধ্যে সীমাবদ্ধ, তা-ও নয়। এটি একটি বৃহত্তর সাংস্কৃতিক পরিবর্তনের প্রতিফলন। এটা একটা প্রজন্মকে বোঝায়, যাঁরা নিজেদের চরিত্রবৈশিষ্ট্য় সম্পর্কে দায়িত্বশীল এবং সেটা সবার সামনে প্রকাশ করা থেকে কখনওই পিছপা হয় না। সেই কারণেই ডেটিংয়ের বাইরে ‘রিজ়’ ভাইরাল হয়েছে মিমের দুনিয়ায়। ম্যাথ রিজ় থেকে শুরু করে ফুড রিজ়, ডব্লু রিজ় ও এল রিজ়—এমন বিভিন্ন ধরনের শব্দ দিয়ে তৈরি হয়েছে ‘রিজ়’-এর মিম। এগুলো অদ্ভুত ঠিকই। তার সঙ্গে মজারও। আর সেই কারণেই জ়েন জ়েড ‘রিজ়’-কে ব্যবহার করেছে তাঁদের অনুভূতি প্রকাশের জন্য।

ক্রাশের দৃষ্টি কাড়ার পাশাপাশি আপনি নিজের চরিত্রকেও আকর্ষণীয় করে তুলতে পারেন। আর সেটা সবার সামনে প্রকাশের জন্যও ‘রিজ়’ শব্দটি ব্যবহার করা যায়। কিছুটা নিজেকে ভালবাসার মতো। অর্থাৎ, নিজের মনন, চিন্তাধারা ও চারিত্রিক বৈশিষ্ট্যকে আকর্ষণীয় করে তুলতেও ‘রিজ়’-এর ব্যবহার করা যায়। ‘Style’, ‘charm’, ‘attractiveness’ যাতে আপনার মধ্যেও থাকে, যাতে রোম্যান্টিক পার্টনারকে আকৃষ্ট করার সময় আপনার পরিশ্রম জলে না যায়।

Next Article