এ বছর দুটি বড় ছবিক রিলিজ় ছিল দক্ষিণী সুপার স্টার রাম চরণের। একটির নাম ‘আরআরআর’। অন্যটি ‘আচার্য’। এই মুহূর্তে তিনি ব্যস্ত আছেন তামিল পরিচালক শঙ্কর সানমুগাম এবং দিল রাজুর সঙ্গে ছবির কাজে। তারই মাঝে অন্য একটি নতুন ছবির ঘোষণা করলেন রাম চরণ। ছবির পরিচালক বুচি বাবু সানা।
নিজ-নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবির ঘোষণা করেছেন রাম চরণ এবং বুচি বাবু সানা। পরিচালক লিখেছেন, “কিছু-কিছু সময় প্রতিবাদ প্রয়োজনীয়। আমার পরবর্তী ছবি রাম চরণ স্যারের সঙ্গে ঘোষণা করে আমি দারুণ আনন্দিত। এই অমূল্যবান সুযোগের জন্য আপনাকে অনেক-অনেক ধন্যবাদ জানাতে চাই।”
অন্যদিকে রাম চরণ লিখেছেন, “আমি খুব উচ্ছ্বসিত। বুচি বাবু সানার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”
জানা যাচ্ছে, রাজামৌলীর ‘আরআরআর’-এর মতো এই ছবিটিও প্যান ইন্ডিয়া, অর্থাৎ সর্বভারতীয়। ‘পুশা’ ছবির পরিচালক শঙ্করের সঙ্গে দীর্ঘ দিন কাজ করেছেন বুচি বাবু সানা। শঙ্করের সহকারী ছিলেন বুচি বাবু। তারপর ‘উপ্পেনা’ নামের একটি ছবি পরিচালনা করেন। সেটিই তাঁর ডেবিউ ছবি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাম চরণের কাজ়িন বৈষ্ণব তেজ এবং কৃতি শেট্টি।