
সোমবারই অস্কার জিতেছে ‘নাটু নাটু’। উচ্ছ্বসিত গোটা দেশ। তবে এরই মধ্যে টিম ‘আরআরআর’কে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন পরিচালক তামারেড্ডি ভরদ্বাজ। এক সাংবাদিকের সম্মেলনে হাজির হয়ে তাঁর অভিযোগ ৬০০ কোটি দিয়ে বানানো ওই ছবি নাকি অস্কার প্রমোশনের জন্য খরচ করেছে আরও ৮০ কোটি টাকা। তাঁর কথায়, “ওই টাকায় আমাদের ৮ থেকে ১০ টা ছবি তৈরি হয়ে যায়। আর ওরা ওই টাকা শুধু প্রচারের জন্য ব্যয় করেছে।” তাঁর এই কথার মিশ্র প্রতিক্রিয়া পড়েছে। চিত্র পরিচালক রাঘবেন্দ্র রাও তামারেড্ডির এই বক্তব্যের বিরোধিতা করে লেখেন, “তেলুগু ছবি, পরিচালক ও অভিনেতাদের গর্ব করা উচিৎ যে বিশ্বের মাটিতে আমাদের ছবি এতটা সমাদৃত হচ্ছে। আপনি কি দেখাতে পারবেন আরআরআর টিম ৮০ কোটি খরচ করেছে? আর আপনার কী মনে হয় জেমস ক্যামারন ও স্পিলবারগের মতো পরিচালক এমনই এমনই ওই ছবিকে প্রশংসা করছে?” তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন নেটিজেনদের একটা বড় অংশ, তাঁরা পাল্টা তুলোধনা করেছেন তামারেড্ডিকে।
প্রসঙ্গত, এই ছবি ব্যবসা করেছিল ১২০০ কোটি টাকার। রামচরণ ও জুনিয়র এনটিআরের অভিনয় তো প্রশংসিত হয়েছিল, একই সঙ্গে ছবির চিত্রনাট্য, প্রেক্ষাপটও বেশ মনে ধরেছিল দর্শকের। ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও অজয় দেবগণকে। ওই ছবির জন্য অজয় দেবগণের পারিশ্রমিক ছিল আকাশছোঁয়া। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু ও কোমারাম ভীমের লড়াইয়ের উপর তৈরি হয়েছে সিনেমার কাহিনী। ভারতীয়দের উপর ব্রিটিশ অত্যাচার, রুখে ধারানোর কাহিনী ধরা দিয়েছিল ছবিতে।
সেই ছবি যে একের পর এক পুরস্কার জিতে নেবে তা কে জানত? আপাতত গোটা দেশ মাতোয়ারা তাঁদের জয় নিয়ে। আর তাঁরা? গোটা ‘আরআরআর’ টিম এখন সপ্তম স্বর্গে। শুধু তাঁরাই নন, উচ্ছ্বসিত গোটা দেশও। বহুদিন পর অস্কারের মুখ দেখল ভারত– পেল দু’টি দু’টি পুরস্কার। আর তাতেই আনন্দ যেন ধরছে না সকলের।