Arijit Singh: চমকে গেলেন শ্রোতারা, কনসার্টে অরিজিৎ-রূপম ডুয়োর গানে মাত, রইল ভিডিয়ো

Viral Video: সকলের অনুরোধে তিনি এগিয়ে যান মঞ্চের সামনে। সেখানে রূপমকে দেখা মাত্রই মঞ্চ থেকে নেমে আসেন অরিজিৎ সিং।

Arijit Singh: চমকে গেলেন শ্রোতারা, কনসার্টে অরিজিৎ-রূপম ডুয়োর গানে মাত, রইল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2023 | 12:38 PM

শনিবার, গোটা নিউটাউন জুড়ে ব্যস্ততা ছিল তুঙ্গে। অরিজিৎ সিং এর কনসার্ট বলে কথা। গত কয়েকমাস ধরেই এউ কনসার্ট নিয়ে ব্যস্ততা ছিল তুঙ্গে। সকলের মনেই প্রশ্ন জেগেছিল যখন হাজার হাজার টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরও শো বাতিল করা হয়েছিল। প্রশ্ন উঠেছিল তবে কি অরিজিতের কনসার্ট হবে না কলকাতায়! না, এমনটা বাস্তব নয়। বরং উল্টো ছবিটাই ছিল বর্তমান। অরিজিৎ সিং-এর কনসার্টের ভেনু পাল্টে আবারও সুখবর সামনে আসে। ভালবাসার সপ্তাহেই শহরে অরিজিৎ। এই সুবাদেই শনিবার সকাল থেকেই বাড়তি পুলিশের আনাগোনা দেখা যায় অরিজিতের কনসার্ট উপলক্ষ্যে। পুরো নিউটাউন জুড়ে চলে নাকা চেকিং-ও। এসবের মধ্যেই সেজে ওঠে অ্যাকোয়াটিকা। সন্ধে হতেই গমগম করে ওঠে গোটা এলাকা। অরিজিৎ সিং-এর গানে এদিন মেতে উঠতে কেই না এসেছিলেন।

ভিআইপি থেকে শুরু করে ভিভিআইপি-দের আনাগোনা লেগেই ছিল। তালিকা থেকে বাদ পড়েননি সেলেবরাও। উপস্থিত ছিলেন গায়কেরাও। এরই মাঝে গান ধরলেন অরিজিৎ সিং। হঠাৎই গেয়ে উঠলেন ফসিলস ব্যান্ডের গান। রূপমের গান শোনা মাত্রই সকলেই ভীষণ উচ্ছসিত হন। কিন্তু সেই ভিড়ের মাঝেই যে উপস্থিত ছিলেন খোদ রূপম ইসলাম তা খেয়াল করেননি অরিজিৎ সিং। তিনি একের পর এক গান ধরতে থাকেন। ততক্ষণে দর্শকদের নজর গিয়েছে পিঠন থেকে আরও একজন গলা মিলিয়েছেন। ঐর তিনি হলেন খোদ রূপম। এরপরই সবটা তাঁকে কেন্দ্র করে।

সকলের অনুরোধে তিনি এগিয়ে যান মঞ্চের সামনে। সেখানে রূপমকে দেখা মাত্রই মঞ্চ থেকে নেমে আসেন অরিজিৎ সিং। এরপর শুরু হয় ডুয়োর গান। তাতেই মুগ্ধ দর্শকেরা। সেরা মুহূর্ত হয়ে থেকে যায় এই ভিডিয়ো।  একের পর এক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় হয়ে ওঠে ভাইরাল। এই ভিডিয়ো শেয়ার করে নেন খোদ রূপম ইসলামও।