Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘Salman Khan: ‘কর্মফল’, ভিকির সঙ্গে ‘দুর্ব্যবহার’ সলমনকে ফিরিয়ে দিলেন রোনাল্ডো!

Salman Khan: একেই বলে কর্মফল! সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হতেই এমনটাই চর্চা নেটিজেনদের মধ্যে। ভিডিয়োর নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও সলমন খান। ঠিক কী ঘটেছে জানলে তাজ্জব হয়ে যাবেন। সম্প্রতি সৌদি আরবের রিয়াধে এক বক্সিং ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছিলেন সলমন।

'Salman Khan: 'কর্মফল', ভিকির সঙ্গে 'দুর্ব্যবহার' সলমনকে ফিরিয়ে দিলেন রোনাল্ডো!
একেই বলে কি কর্মফল?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 6:36 PM

একেই বলে কর্মফল! সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হতেই এমনটাই চর্চা নেটিজেনদের মধ্যে। ভিডিয়োর নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও সলমন খান। ঠিক কী ঘটেছে জানলে তাজ্জব হয়ে যাবেন। সম্প্রতি সৌদি আরবের রিয়াধে এক বক্সিং ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছিলেন সলমন। ওই ম্যাচ দেখতে পার্টনার জর্জিনাকে হাজির হয়েছিলেন ফুটবলার রোনাল্ডোও। পাশাপাশি দু’জনে বসে ম্যাচ দেখলেও কাউকেই কথা বলতে দেখা যায়নি। একটা পর্যায়ে দেখা যায়, প্রেমিকাকে নিয়ে ম্যাচ দেখে বের হয়ে যাচ্ছেন ফুটবলার। পাশে সলমন খান দাঁড়িয়ে ছিলেন। তাঁর দিকে তাকিয়ে কথা বলা তো দূর, পাশ কাটিয়ে এগিয়ে যান রোনাল্ডো। সলমন তাঁর দিকে তাকালেও রোনাল্ডো দৃষ্টিপাতও করেননি।

এর পরেই নেটিজেনদের একটা বড় অংশ টেনে এনেছেন ভিকি কৌশলের প্রসঙ্গও। দাবি করেছেন, সলমনের সঙ্গে যা হয়েছে তা আদপে কর্মফল ব্যতীত কিছুই নয়। কেন এমনটা মনে হয়েছে তাঁদের? মাস খানেক আগে আবু ধাবিতে অনুষ্ঠিত এক হাজির ছিলেন সলমন ও ভিকি দু’জনেই। সেখানে দেখা গিয়েছিল সলমনের আগমনের সময় নিরাপত্তারক্ষীরা রাস্তা পরিষ্কার করতে উদ্যত হয়ে ওঠেন আচমকাই। পাশে কে আছেন, কারা আছেন সে দিকে বিন্দুমাত্র খেয়াল না রেখে ভিকিকেই মেরে দেন ধাক্কা। সলমনকেও যদিও এই নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়নি। বক্সিং ম্যাচে প্রায় অনুরূপ কাণ্ড ঘটার কারণেই অনেকেই মনে করছেন, ‘এ সবই আদপে যেমন কর্ম তেমনি ফল।” কর্মফল যে মেলে সবার। তা তিনি আমআদমি হন অথবা সলমন খান– এই প্রমাণও মিলল আবারও।

Salman Khan in the background byu/abz_pink inBollyBlindsNGossip