Salman-Mamata: মমতার বাড়ি কি সত্যি ছোট? যাচাই করতে চেয়েছিলেন সলমন, তারপর…
KIFF Opening: মঞ্চে যখন তাঁকে দুটো কথা বলার অনুরোধ জানানো হয়, কথা প্রসঙ্গে সলমন খান শেয়ার করেন নিজের বেডরুম সিক্রেট। পাশাপাশি জানান, তিনি মুখোমন্ত্রী বাড়ির অন্দরমহল দেখতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন সত্যি কি মমতার বাড়ি তাঁর বাড়ির থেকেও ছোট?
মে মাসে কলকাতা সফরে এসেছিলেন বলিউড ভাইজান সলমন খান। তখনই তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হতে দেখা যায়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণও পেয়েছিলেন ভাইজান সেই সময়ই। সলমন কথাও দিয়েছিলেন– তিনি আসবেন। সেই কথা রাখলেন বলিউড ‘টাইগার’। ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকতে দেখা গেল তাঁকে। মঞ্চে যখন তাঁকে দুটো কথা বলার অনুরোধ জানানো হয়, কথা প্রসঙ্গে সলমন খান শেয়ার করেন নিজের বেডরুম সিক্রেট। পাশাপাশি জানান, তিনি মুখোমন্ত্রীর বাড়ির অন্দরমহল দেখতে চেয়েছিলেন বেশ কিছু কারণ বশত, জানতে চেয়েছিলেন সত্যি কি মমতার বাড়ি তাঁর বাড়ির থেকেও ছোট?
ভাইজান বললেন, ‘আমি যখন কলকাতায় এসেছিলাম, তখন ওনার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন আমার মাথায় একটাই বিষয় ঘুরছিল, আমি জানতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কি সত্যি এতটা ছোট কি না। আমার ঘরের থেকে ছোট কি না। একদিন অনিল কাপুর আমাকে ওনার বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। জানিয়েছিলেন তিনি কিছু সমস্যায় আছেন। আমি চলে গিয়েছিলাম ওনার বাড়িতে। প্রথমে একতলায় ঢুকলাম ভাবলাম এটা ঘর, তারপর দোতলায় ঢুকলাম ভাবলাম সেখানে ঘর। একের পর একতলা গেল, পাঁচ তলার পর ঘর। তখন আমার মনে হল আমায় কি জ্বালানোর জন্য ডেকেছেন?’
এরপর তিনি বলেন, ‘এবার আসি দিদির কথায়। কারণ সত্যি বলছি দিদির ঘর আমার ঘরের থেকেও ছোট। শত্রুঘ্নসাহাব আমায় বাড়িতে এসেছিলেন, সত্যি তিনি সমস্যার মধ্যে পড়েছিলেন, কারণ আমার ঘরে বসার জায়গা ছিল না। একটা ছোট খাবার ঘর, একটা বেডরুম, আমার এইটুকু তো থাকতেই হবে। কারণ মানুষ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমতে পারে না। আমার মা অনেককিছু করে থাকেন মাঝে মাঝে বাস্তু মেনে। একটা নির্দিষ্ট জায়গার কথা আমার মা ভুলে যান। আমি বলি বিছানাটা ভাল দাঁড় করিয়ে রেখে দাও। আমি আসব, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমবো, সকালে উঠে কাজে বেরিয়ে যাব।’ সলমন খান বরাবরই ছোট্ট একটি ঘরে থাকেন। ঘরে সেভাবে কোনও কিছুই নেই তাঁর। বেডরুম এতটাই ছোট যে সেখানে খুব একটা জিনিসও রাখা যায় না। একাধিক সাক্ষাৎকারে তা অতীতেও খোলসা করেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর ঘর থেকে স্বস্তির পাওয়ার কথাও মজার ছলে শেয়ার করে নিলেন বলিউড স্টার।