সাদা পোশাকে বসে আছে এক খুদে, মাথা ভর্তি চুল, সলমনের কড়ে আঙুলটিকেই মনের সুখে চিবিয়ে যাচ্ছে সে। আর সলমনও যেন তার কাছে একেবারেই বন্ধুর মতো। না আছে কোনও স্টারডম, বদলে আছে শুধুই অপত্য স্নেহ। এরকমই মিষ্টি এক ছবি আজ পোস্ট করেছেন সলমন নিজেই। প্রশ্ন হল, ছবির এই খুদে কে? তাঁকে নিয়ে কী বা লিখেছেন সলমন? সলমনের সঙ্গে তাঁর কেমন সম্পর্ক? ছবির ওই খুদে আর কেউ নন, সলমনের চোখের মণি, তাঁর বোন অর্পিতা খান। আজ তাঁর জন্মদিন। ৩৪ বছর পূর্ণ করলেন অর্পিতা। বোনের সঙ্গে তাই মিষ্টি ছবি শেয়ার করে সলমন জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। সঙ্গে একগুচ্ছ ভালবাসার ইমোজি।
ইন্ডাস্ট্রি বলে বোন অর্পিতার সব ইচ্ছেই পূরণ করে এসেছেন সলমন। সব সময় থেকেছেন তাঁর পাশে। না, অর্পিতার সঙ্গে রক্তের সম্পর্ক নেই সলমনের। অর্পিতাকে দত্তক নেন সেলিম খান। খাতায় কলমে তাঁর মা হেলেন। কিন্তু নিজের সন্তানের মতোই অর্পিতাকে বড় করেছেন সেলিম-হেলেন। শুধু সলমনই নন, বাড়ির অন্যান্য ভাই-বোনেদেরও চোখের মণি তিনি। এই মুহূর্তে আয়ুষ শর্মার সঙ্গে বৈবাহিক সম্পর্কে রয়েছেন তিনি। এর আগে তাঁর প্রেম ছিল অর্জুন কাপুরের সঙ্গে। কিন্তু সেই প্রেম টেকেনি। এই মুহূর্তে অর্জুন অর্পিতার প্রাক্তন বৌদি মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে। অন্যদিকে আয়ুশের সঙ্গে সুখী জীবন তাঁর। রয়েছে দুই সন্তানও।