Samantha Healh: ‘গলা থেকে আওয়াজ বেরচ্ছে না’, সামান্থাকে নিয়ে আবারও উদ্বেগ ভক্তমনে
Samantha: কয়েকমাস যেতে না যেতেই আবারও কাজ শুরু করলেন অভিনেত্রী। পাল্লা দিয়ে ‘শকুন্তলম’-এর প্রচারেও দেখা গিয়েছে তাঁকে।
২০২২-এ মিলেছিল প্রথম দুঃসংবাদ। শারীরিক অসুস্থতার কারণে অভিনয় থেকে বিরতিতে গিয়েছিলেন তিনি। সামান্থা রুথ প্রভু প্রমাণ করে দিয়েছেন যে তিনি একজন ফাইটার। মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘শকুন্তলম’। বিগত কয়েক মাস ধরে বিরল অসুখ মায়োসিটিসে ভুগছেন অভিনেত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন চিকিৎসা করাতে। এটি এমন একটি অসুখ, যাতে সারা শরীরে তীব্র যন্ত্রণা হয় এবং শরীর ফুলেও যায়। শোনা যাচ্ছে, চিকিৎসা করাতে দক্ষিণ কোরিয়ায় যাবেন সামান্থা। রিপোর্ট বলছে, প্রচুর ওষুধ খেতে হচ্ছে সামান্থাকে। তাঁর জীবন যাত্রাও পাল্টে গিয়েছে। তাঁর এই অবস্থায় সামান্থা পাশে পেয়েছেন প্রত্যেককে। তেলুগু এবং বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেকেই তাঁর আরোগ্য কামনা করেছেন।
তবে কয়েকমাস যেতে না যেতেই আবারও কাজ শুরু করলেন অভিনেত্রী। পাল্লা দিয়ে ‘শকুন্তলম’-এর প্রচারেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু শেষ মুহূর্তে আর শরীর দিল না। আবারও অসুস্থ সামান্থা। এবার সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন স্বাস্থ্যের খবর। অভিনেত্রী লিখলেন, তিনি ছবির প্রমোশন-প্রচার নিয়ে যথেষ্ট উত্তেজিত ছিলেন। তবে হঠাৎই বিগরে বসল শরীর। গায়ে জ্বর। গলার অবস্থাও ভাল নয়। গলা থেকে আওয়াজ বেরচ্ছে না।
(1/2)I was really excited to be amongst you all this week promoting my film and soaking in your love.
Unfortunately the hectic schedules and promotions have taken its toll, and I am down with a fever and have lost my voice.
— Samantha (@Samanthaprabhu2) April 12, 2023
সেই কারণেই তিনি থাকতে পারছেন না। এই খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কমেন্টের বন্যা বয়ে যায়। ঝড়ের গতিতে ভাইরাল হয় অভিনেত্রীর পোস্ট। সামান্থাকে নিয়ে সকলের মনে উদ্বেগ সঞ্চার হয়। এক বড় রোগের সঙ্গে যুদ্ধ করছেন তিনি। তারই মাঝে আবারও অসুস্থ তিনি। তবে তিনি এও জানান, তিনি থাকছেন না বলে যেন গ্র্যান্ড ডে-তে কোনও খামতি না থাকে। সকলেই যেন শকুন্তলম টিমকে জয়েন করেন। তিনি সকলকেই মিস করবেন বলে জানান সেলেব।