সামান্থা রুথ প্রভু। কেরিয়ারের শুরুতেই মন দিয়েছিলেন নাগা চৈতন্য়। প্রথম থেকেই তাঁদের সম্পর্কের সমীকরণ খুব একটা মজবুত ছিল না। তাই বিয়ের কয়েকবছরের মাথায় তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। যদিও এই বিচ্ছেদের খবরে মোটেও খুশি ছিলেন না কেউ। সামান্থা নিজেও এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন একাধিকবার। তাঁর কথায়, বিয়ের সম্পর্ক যখন খুব একটা দানা বাঁধছিল না, ঠিক সেি সময়ই ভেঙে পড়তে থাকেন তিনি। কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তি জীবন সবটাই কেমন যেন ভাঙতে শুরু করেন। সেই সময় নিজেকে সামলে নিতে একাধিক স্টেপ নিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী। সামান্থা জানিয়েছিলেন, তিনি অনেকের জীবনী পড়া শুরু করেছিলেন, যাঁরা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। এখানেই শেষ নয়, তিনি এমন অনেক চ্যালেঞ্জ নেওয়া শুরু করেছিলেন, যা তাঁর পক্ষে কঠিন হলেও নিজেকে সামলাতে সাহায্য করবে।
ভাল বই পড়া থেকে শুরু করে, কেরিয়ারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। যার প্রভাব পড়তে শুরু করেছিল তাঁর শরীরেও। তবে থেকেই শরীরের নানা সমস্যা দেখা যায় বলেও দাবি করেন তিনি। মায়োসিসে ভুগতে শুরু করেন তিনি। ছবিও খুব একটা লাভের মুখ দেখে না।
সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য, এই দুই স্টার একে অন্যকে ভালবেসে গলায় মালা দিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই বাড়তে থাকে দুজনের মধ্যে দূরত্ব। এরপর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে কিছুদিন আগে শোনা যায় অন্য গুঞ্জন। শোনা যায় তাঁরা নাকি আবারও এক হতে চলেছেন। সবটা পাল্টাতে শুরু হরে সামান্থার অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে। মায়োসিটিস-এ আক্রান্ত সামান্থা। নিয়ে ছিলেন অভিনয় জগত থেকেও খানিক বিরতি। চলে দীর্ঘ চিকিৎসাও। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তবে এই অসুস্থতার খবর পাওয়া মাত্রই সামান্থার খোঁজ নিয়েছিলেন নাগা চৈতন্য, পাশাপাশি তাঁর বাবা অর্থাৎ নাগা অর্জুনও প্রাক্তন বউমার স্বাস্থের খোঁজ নিয়েছিলেন। তবে থেকেই বোধহয় ধীরে ধীরে অভিমানের বরফ গলতে থাকে। কমতে থাকে দূরত্ব। যদিও এই খবরে এখনই সিলমোহর দেননি কেউই।