সামান্থা রুথ প্রভ, দর্শক মহলে যার চাহিদা, বরাবরই তুঙ্গে একের পর এক চরিত্রে বোল্ড লুকের ধরা দিয়েছেন তিনি। পর্দার সামান্থার উপস্থিতি মানেই দর্শকমহলে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে মন খারাপের খবর দিয়েছিলেন সামান্থা ২০২২ সালের শেষে। মায়োসিস রোগে আক্রান্ত হন অভিনেত্রী। যার ফলে ছবি থেকে বেশ কিছুটা বিরতি নিতে চেয়েছিলেন সামান্থা। জানিয়েছিলেন, তাঁর শারীরিক কষ্টের কথা জানিয়েছিলেন প্রতিমুহূর্তে কতটা যন্ত্রনা ভোগ করতে হয় এই অসুখে। তবে তিনি যে পর্দায় থাকবেন না বেশ কিছুদিন এ খবর মানতে পারেনি দর্শকরা। বারবার তাকে ফিরে পাওয়ার আবেদন করেছিলেন প্রত্যেকে। তবে সামান্য বিরতিতে কাজ হয়নি সামান্থা মাঝেমধ্যে শুটিং সেটে ধরা দিলেও চিকিৎসা এখনও অনেকটা বাকি।
তাই অধিকাংশ সময়টাই বাড়িতেই কাটছে তাঁর। কীভাবে সময় কাটে বাড়িতে অভিনেত্রীর সামান্থা বাড়ির অন্দরমহলে ছবিটাই বা ঠিক কেমন এবার সবটাই খোলসা হয়ে গেল সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে। অবসরে একান্তে নিজের বাড়ির অন্দরমহলের একাধিক ছবি শেয়ার করলেন অভিনেত্রী। যেখানে রয়েছে জিম রয়েছে বই পড়ার আলাদা স্টাডি। তবে সবকিছু ছাপিয়ে যে বিষয়টা সকলে নজরের কেন্দ্রের জায়গা করে নিয়েছে তা হল তাঁর পোষ্য। পোষ্যর সঙ্গে একাধিক ছবি দিন শেয়ার করেন সামান্থা। সঙ্গে থাকলে ফুলের ছবি থাকলো সকলকে উৎসাহিত করার পোস্ট।
কোনওটা সেলফি কোনওটা আবার ছবি তারপর সে তালিকায় থাকা বিড়াল সারমেয় সামান্থা সঙ্গেই দিন কাটায়, সামন্ত যেখানে তারাও সেখানে একাধিক ছবিতে তা স্পষ্ট। তার পরশুদের বেজায় আগলে রাখে সেই ইঙ্গিত মিলল এই পোস্ট থেকে। প্রসঙ্গত কয়েকদিন আগেই ছুটি কাটিয়ে আসলেন অভিনেত্রী। ইন্দোনেশিয়ার বালিতে কিছুদিনের জন্য ঘুরতে যান সামান্থা। এখন এভাবেই সময় কাটছে যশোদা অভিনেত্রীর। তাকে শেষ দেখা গিয়েছিল শকুন্তলম ছবিতে। যদিও এই ছবি বক্স অফিসে সেভাবে জায়গা করে নিতে পারেনি। এখন দেখার আগামীতে কোন ছবির হাত ধরে আবারো পর্দায় ফেরেন ব্লকবাস্টার সামান্থা।