পুষ্পা (Pushpa), দক্ষিণী দুনিয়ার এই ছবির দাপট থেকেই শুরু হয়ে প্রেক্ষাগৃহে দর্শকদের ফেরা। করোনা পরিস্থিতির পর থেকেই একের পর এক সেলেবরা ঝাঁপিয়ে পড়ে সিনে দুনিয়ার ব্যবসা পুনরায় ফিরিয়ে আনতে। আর সেই লক্ষ্যে একশো শতাংশ সফল হয়েছে এবার দক্ষিণী দুনিয়া (South Movie)। একের পর এক দক্ষিণী ছবি সুপারহিট হওয়ার ফলে অনেকেরই মনে প্রশ্ন জাগে, তবে কি দক্ষিণী ছবির দাপটে হারিয়ে যাচ্ছে বলিউড। না, বছর শুরুতে পাঠান প্রমাণ করেছে, বলিউডের দর্শক এখনও টিনসেল টাউন থেকে মুখ ফেরাননি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবির বক্স অফিসের প্রতিটা খবরই ছিল রেকর্ড গড়ার। অন্যদিকে কোমর বেঁধে নেমে পড়েছে দক্ষিণী সিনেপাড়া। যেখানে পুষ্পা ২-এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কথা ছিল বাংলায় হবে ছবির শুটিং। তবে যথাযত লোকেশন খুঁজে না পাওয়ায় তা বাংলার বুক থেকে সরে যান।
বর্তমানে এই ছবির প্রতিটা খবরের কেন্দ্রেই নজর ভক্তদের। তারই মাঝে এবার নয়া জল্পনা তুঙ্গে। ছবির প্রস্তাব ফিরিয়েছেন নাকি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রথম ছবিতে তাঁর ডান্স নাম্বার ও অন্টামা ঘিরে ভক্তমহেল উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। এবারও তেমনই কিছু পাওয়ার অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে খবর ছড়িয়েছে এখনই কোনও ডান্স নম্বরে তিনি নিজেকে যুক্ত করতে চাইছেন না। পরিচালকরে হাজার অনুরোধও রাখতে নারাজ সামান্থা।
বিগত কয়েক মাস ধরে বিরল অসুখ মায়োসিটিসে ভুগছেন অভিনেত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন চিকিৎসা করাতে। এটি এমন একটি অসুখ, যাতে সারা শরীরে তীব্র যন্ত্রণা হয় এবং শরীর ফুলেও যায়। শোনা যাচ্ছে, চিকিৎসা করাতে দক্ষিণ কোরিয়ায় যাবেন সামান্থা। রিপোর্ট বলছে, প্রচুর ওষুধ খেতে হচ্ছে সামান্থাকে। তাঁর জীবন যাত্রাও পাল্টে গিয়েছে। তাঁর এই অবস্থায় সামান্থা পাশে পেয়েছেন প্রত্যেককে। তেলুগু এবং বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেকেই তাঁর আরোগ্য কামনা করেছেন। সেই কারমেি কি ছবিতে থাকতে চাইছেন না বা নতুন কাজে হাত দিতে চাইছেন না সামান্থা! তার উত্তর এখনও স্পষ্ট নয়।