Samantha Ruth Prabhu: শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ, সামান্থার জন্য ভক্তদের চোখে জল

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 10, 2023 | 5:31 PM

Samantha Ruth Prabhu: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। গত তিন বছর ধরে অভিনেত্রী জীবনে একের পর এক ঝড়।

Samantha Ruth Prabhu: শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ, সামান্থার জন্য ভক্তদের চোখে জল
সামান্থা রুথ প্রভু।

Follow Us

 

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। গত তিন বছর ধরে অভিনেত্রী জীবনে একের পর এক ঝড়। স্বামীর সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে শরীর জুড়ে জটিল রোগ– একের পর এক বিপর্যয় জীবন জুড়ে। এ সবের মধ্যেই শুটিং চালালেও সামান্থা সম্প্রতি জানিয়েছেন, তিনি অভিনয় থেকে প্রায় এক বছরের ব্রেক নিচ্ছেন। এই খবরেই যখন মন খারাপ ভক্তদের, তখন আরও এক পোস্ট শেয়ার নায়িকার। লেখেন, “সবচেয়ে লম্বা ও সবচেয়ে কঠিন ছয় মাস। অবশেষে শেষ অবধি যেতে পেরেছি।”

অভিনেত্রীর পোস্টে অনুরাগীদের মিশ্র প্রতিক্রিয়া। বাধা-বিপত্তি স্বত্বেও নায়িকা কাজ চালিয়ে গিয়েছেন– সে কারণে যেমন জুটেছে সাধুবাদ, একই সঙ্গে আগামী এক বছর নায়িকাকে দেখতে পারবেন না বলে, ভক্তদের চোখ ভিজেছে। কী হয়েছে সামান্থার? এক ‘অটো ইমিউন রোগ’, মায়োসাইটিসে আক্রান্ত সামান্থা। এই রোগে গোটা শরীর জুড়েই হয় অসহ্য ব্যথা। সেই রোগের চিকিৎসা করাতেই বিদেশে যাবেন তিনি। সেই কারণেই এই ব্রেক।

এর আগে তাঁর মুখপাত্র মহেন্দ্র সংবাদমাধ্যমকে বলেন, “এই এক বছরে সামান্থা কোনও নতুন প্রজেক্ট নেবে না। কারণ ও ইউএসএ যাচ্ছে। যদি আগের থেকে তাঁর অবস্থা ভাল হয় তবে ছয় মাসের মধ্যেই হয়তো আবার কাজে ফিরবে ও। যদিও আমাদের প্ল্যানিং রয়েছে এক বছরের ব্রেক। দ্রুত সুস্থ হয়ে উঠছে যদিও। চিকিৎসায় সাড়াও দিচ্ছে।” সব ঠিক থাকলে অগস্ট মাসের শেষে চিকিৎসার জন্য ইউএসএ যাবেন সামান্থা। কিছু দিন আগেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে শুটিং শেষ করেছেন সামান্থা। এ ছাড়া হলিউড ছবি ‘চেন্নাই স্টোরি’তেও দেখা যাবে তাঁকে। দ্রুত তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন, আপাতত এটাই চাইছেন সকলেই। প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবর মাসে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। তাঁর বিচ্ছেদের পর ডিভোর্সের কারণ নিয়ে একের পর এক রটনা রটে। যদিও সে সবে পাত্তা দেননি নায়িকা। তিনি ছিলেন তাঁর লক্ষে অবিচল।

Next Article