Samantha Ruth Prabhu: আবারও খারাপ খবর শোনালেন সামান্থা, অভিনয় ছাড়ছেন তিনি?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 05, 2023 | 3:32 PM

Viral News: বেশ কিছুদিন বিরতিতে যাবেন, এমন খবর অসুখের পরপরই জানিয়েছিলেন সামান্থা। কিন্তু খুব বেশিদিনের জন্য তখন কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি তিনি।

Samantha Ruth Prabhu: আবারও খারাপ খবর শোনালেন সামান্থা, অভিনয় ছাড়ছেন তিনি?

Follow Us

সামান্থা রুথ প্রভু, প্রথম থেকেই সকলের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর প্রতিটা চরিত্র। তবে হঠাৎই ঘটে ছন্দপতন। বিগত কয়েক মাস ধরে বিরল অসুখ মায়োসিটিসে ভুগছেন অভিনেত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন চিকিৎসা করাতে। এটি এমন একটি অসুখ, যাতে সারা শরীরে তীব্র যন্ত্রণা হয় এবং শরীর ফুলেও যায়। শোনা যাচ্ছে, চিকিৎসা করাতে দক্ষিণ কোরিয়ায় যাবেন সামান্থা। রিপোর্ট বলছে, প্রচুর ওষুধ খেতে হচ্ছে সামান্থাকে। তাঁর জীবন যাত্রাও পাল্টে গিয়েছে। তাঁর এই অবস্থায় সামান্থা পাশে পেয়েছেন প্রত্যেককে। তেলুগু এবং বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেকেই তাঁর আরোগ্য কামনা করেছেন। সেই অসুখ থেকে এখনও সম্পূর্ণ সুস্থ হতে পারেননি অভিনেত্রী। তবে অভিনয় ছাড়া নয়, দীর্ঘ বিরতিতে যেতে চান তিনি।

বেশ কিছুদিন বিরতিতে যাবেন, এমন খবর অসুখের পরপরই জানিয়েছিলেন সামান্থা। কিন্তু খুব বেশিদিনের জন্য তখন কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি তিনি। চলছিল বলিউড ছবি সিটাডেল-এর কাজ। তবে এবার সত্যি তিনি কাজ থেকে বিরতি নিতে চান। সামনে বেশ কিছু শিডিউলের কাজ শেষ করেই বিশ্রাম নেবেন তিনি। একবছর পর কামব্যক করবেন বলেই জানান। ফলে সামান্থাভক্তদের এখন বেজায় মন খারাপ।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, সিটাডেল ও তাঁর আগামী ছবির কাজ শেষ করে এবার তিনি কিছুদিনের জন্য ছুটিতে যাবেন। চলছে চিকিৎসা, যার ফলে বেশ কিছুটা পরিবর্তন এসেছে তাঁর চেহারাতেও। যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চাও থাকে তুঙ্গে। সামান্থা প্রভুর শেষ মুক্তি পাওয়া ছবি শকুন্তলা বক্স অফিসে খুব একটা জায়গা করতে পারে না। তা নিয়েও তাঁকে কটাক্ষের শিকার হতে হয়। যদিও শরীর খারাপ নিয়ে একাধিকবার সরব হয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন, ওষুধের জন্যই এভাবে পাল্টে যাচ্ছে তাঁর লুক।

Next Article