Samantha Temple: তৈরি হল দক্ষিণী অভিনেত্রী সামান্থার মন্দির, ভক্তের কাণ্ড দেখতে ভিড় নেটপাড়ায়

Viral Video: কি? অবাক হচ্ছেন? খোদ সামান্থার মন্দির তৈরি হল এবার অন্ধ্রপ্রদেশে। যার ভেতরে সামান্থার একটি মূর্তি তৈরি রাখা রয়েছে।

Samantha Temple: তৈরি হল দক্ষিণী অভিনেত্রী সামান্থার মন্দির, ভক্তের কাণ্ড দেখতে ভিড় নেটপাড়ায়
সামান্থা রুথ প্রভুর।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 7:57 PM

সদ্য ৩৬-এ পা দিয়েছেন সামান্থা রুথ প্রভু। তাঁর অভিনয়ের দাপট সকলের নজর কাড়ে। যদিও শেষ কয়েকটি ছবির ক্ষেত্রে সেই সমীকরণের দেখা মেলেনি। তবে ভক্তদের মনে বিন্দু মাত্র জায়গা টলল না সামান্থার। ঝড়ের গতিতে ভাইরাল হল এবার তাঁর মন্দিরের ভিডিয়ো। কি? অবাক হচ্ছেন? খোদ সামান্থার মন্দির তৈরি হল এবার অন্ধ্রপ্রদেশে। যার ভেতরে সামান্থার একটি মূর্তি তৈরি রাখা রয়েছে। আলাপাদু গ্রামের এক ভক্ত এমনটা করেই এবার চর্চার কেন্দ্রে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামান্থার সেই মন্দিরের ছবি। নিজের বাড়ির মধ্যে তৈরি করেছেন তিনি এই মন্দির। যেখানে শাড়ি পরা সামান্থার মূর্তি দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন।

অসুস্থ হওয়ার পর গোটা ইন্ডাস্ট্রির থেকে ভালবাসা পেয়েছেন সামান্থা রুথ প্রভু। দক্ষিণ ভারতের অনেকেই তাঁর আরোগ্য কামনা করেছেন। বলিউড থেকেও পেয়েছেন ভালবাসা। সহানুভূতি পেয়েছেন পরিচালক মহেশ ভাটের থেকে, যাঁর খানিকটা একই রকম শারীরিক কষ্ট ছিল জীবনের কোনও একটি পর্যায়।

সামান্থার অসুস্থতায় তিনি পাশে পেয়েছেন তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে। ২০২১ সালে বিয়ে ভাঙে সামান্থা-নাগার। ২০১৭ সালে তাঁরা বিয়ে করেছিলেন গোয়ায়। তার আগে সম্পর্কে ছিলেন বেশ কিছু বছর। সামান্থা-নাগা ছিলেন অনুরাগীদের প্রিয় জুটি। তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়া দুঃখ দিয়েছিল অনুরাগীদের।

বিয়ে ভাঙার পর মানসিক যন্ত্রণা ভোগ করেছেন সামান্থা। কিন্তু নিজের কর্মজীবন থেকে সরে আসেননি। পুরোপুরি মনোনিবেশ করেছিলেন কাজে। নাগাও তাই। তাঁদের এই ছাড়াছাড়ির জন্য অনেকটাই কটাক্ষ সহ্য করতে হয়েছে সামান্থাকে। সে সবই তিনি অতিক্রম করেছেন, বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান এই সেলেব।