Sayan Ghosh: বোনের কঠিন অসুখ, সোশ্যাল মিডিয়ায় অর্থসাহায্যের পাশাপাশি রক্তদানের আবেদন সায়নের

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 31, 2022 | 12:15 PM

Viral Post: না, কেবল আর্থিক সাহায্যই নয়, পাশাপাশি তিনি রক্তদানের জন্যও অনুরোধ করেন। তাঁর কথায় যদি কেউ ইচ্ছুক থাকেন, তবে তিনি বা তাঁরা যেন তাঁর পরিবারের পাশে দাঁড়ায়।

Sayan Ghosh: বোনের কঠিন অসুখ, সোশ্যাল মিডিয়ায় অর্থসাহায্যের পাশাপাশি রক্তদানের আবেদন সায়নের

Follow Us

অভিনেতা তথা সঞ্চালক সায়ন ঘোষের এখন কঠিন পরিস্থিতি। সকলকে পলকে যিনি হাসিয়ে থাকেন, আনন্দ দিয়ে থাকেন, সেই সেলেবই এখন বেজায় সমস্যার সম্মুখীন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হল তাঁর পোস্ট। বোন ক্যান্সারে আক্রান্ত। গত এক মাস ধরেই তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছেন। চিকিৎসার খরচ প্রচুর। ফলে আর্থিক সাহায্যের জন্য তিনি হাজির হলেন সোশ্যাল মিডিয়ায়। সকলের উদ্দেশ্যে নিজের পরিস্থিতি জানিয়ে তিনি একটি লম্বা পোস্ট শেয়ার করেন। সায়নের পোস্টে স্পষ্টই উল্লেখ থাকে তাঁর বোনের বর্তমানে শারীরীক অবস্থা।

সায়ান ঘোষের কথায়, আমার বোন চন্দ্রসেনা কোনার চক্রবর্তী বিগত একমাস ধরে ব্লাড ক্যান্সারে ভুগছে। ডাক্তারের কথা অনুযায়ী ওর চিকিৎসা ও বোনম্যারো (অস্তিমজ্জা) ট্রান্সপ্লান্টের জন্য ৫০লাখের বেশি টাকার প্রয়োজন আর প্রয়োজন প্রচুর O positive ব্লাড ডোনার। আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের এই খারাপ সময়ে কিছু আর্থিক সাহায্য করুন এবং রক্তদানে ইচ্ছুক O positive রক্তদাতারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমি যদি আপনাদের কিছুটা আনন্দ দিয়ে থাকি আশা করি আমার এই দুঃখের সময়ে আপনারা আমার পাশে থাকবেন।

না, কেবল আর্থিক সাহায্যই নয়, পাশাপাশি তিনি রক্তদানের জন্যও অনুরোধ করেন। তাঁর কথায় যদি কেউ ইচ্ছুক থাকেন, তবে তিনি বা তাঁরা যেন তাঁর পরিবারের পাশে দাঁড়ায়। প্রচুর পরিমাণে O positive রক্তের প্রয়োজন। ফলে এই সময় সকলকে পাশে চাইছেন সঞ্চালক। রবিবার এই পোস্টটি তিনি ফেসবুকে পোস্ট করেন। সঙ্গে শেয়ার করেন অ্যাকাউন্ট নম্বরও। মুহূর্তে কমেন্ট বক্স ভরে ওঠে, শেয়ারও হয় বেশ কিছু। কেউ কেউ দ্রুত আরোগ্য কামনা করেন। যদিও এখনও তাঁর বোনের শারীরিক স্থিতি কী তা প্রকাশ্যে আনেননি অভিনেতা।

Next Article