Gutkha Controversy: গুটখাপ্রেমীদের জন্য বিশেষ ‘ছাড়’ কলকাতায়, তোপ আইপিএস অফিসারের, প্রশ্নের মুখে শাহরুখ-অজয়

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 23, 2022 | 6:21 PM

Gutkha Controversy: দুটি টুইট করেছেন অবিনাশ। প্রথম টুইটে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের নিচের অংশ লাল রঙ করা হয়েছে, যাতে গুটখার পিক পড়লেও তা বোঝা না যায়।

Gutkha Controversy: গুটখাপ্রেমীদের জন্য বিশেষ ছাড় কলকাতায়, তোপ আইপিএস অফিসারের, প্রশ্নের মুখে শাহরুখ-অজয়
রেহাই নেই শাহরুখ-অজয়েরও

Follow Us

লালে লাল হাওড়া ব্রিজ। দু’পা এগলেই দেওয়ালের গায়ে গুটখার ছাপ। দেশজুড়ে চলা গুটখা বিতর্কে এবার বিস্ফোরক মন্তব্য আইপিএস অফিসার অবিনাশ স্মরণের। গুটখা প্রেমীদের জন্য নাকি বিশেষ ছাড় দিচ্ছে কলকাতা পোর্ট ট্রাস্ট– এমনটাই দাবি তাঁর। টুইট করে ট্যাগ করলেন তামাক উৎপাদন সংস্থার দুই মুখ অজয় দেবগণ ও শাহরুখ খানকে। ছাড় পেলেন ওই সংস্থার সঙ্গে কন্ট্র্যাক্ট চিহ্ন করা অভিনেতা অক্ষয় কুমারও।

দুটি টুইট করেছেন অবিনাশ। প্রথম টুইটে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের নিচের অংশ লাল রঙ করা হয়েছে, যাতে গুটখার পিক পড়লেও তা বোঝা না যায়। সমস্যা গোড়া থেকে নিষ্পত্তি না করে এ রকম পন্থা প্রয়োগ যে আদপে গুটকাপ্রেমীদেরই উৎসাহে ঘি ঢালা মনে করছেন অফিসার। কলকাতা পোর্ট ট্রাস্টকে একহাত নিয়ে তিনি লিখেছেন, “দেখুন গুটখাপ্রেমীদের সুবিধের জন্য কোলকাতা পোর্ট ট্রাস্ট কী সুন্দর উপায় অবলম্বন করেছে, এখন গুটখাখোরদের কোনও অপরাধ বোধের সম্মুখীন হতে হবে না। একই সঙ্গে গুটখার ক্ষতিকারক কেমিক্যালও ব্রিজের রক্ষা করবে।” এখানেই থামেননি তিনি। আরও একটি টুইট করেন তিনি। ছবি শেয়ার করেন হাওড়া ব্রিজের শোচনীয় অবস্থার বিবরণ দিয়ে তিনি লেখেন, “কলকাতা পোর্ট ট্রাস্ট জানিয়েছে, গুটখার থুতুতে ৭০ বছরের পুরনো এই ব্রিজের ক্ষতি হচ্ছে, হাওড়া ব্রিজের উপর ক্রমাগত আক্রমণ চালাচ্ছে গুটখাপ্রেমীরা!” এই টুইটেও তিনি ট্যাগ করেছেন শাহরুখ, অক্ষয় কুমার ও অজয় দেবগণকে। ট্যাগ করেছেন অমিতাভ বচ্চনকেও।

সম্প্রতি এক তামাকজাত পণ্য উৎপাদনকারী সংস্থার মুখ হয়েছিলেন অক্ষয় কুমার। ‘ফিট’ অক্ষয়কে সেই সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়ে উঠতে দেখে বেজায় চটেছেন তাঁর অনুরাগীরা। কটাক্ষের শিকার হয়েছেন অক্ষয়। তাঁদের কথা ভেবেই বিজ্ঞাপন থেকে সরে আসেন খিলাড়ি কুমার। প্রকাশ্যে ক্ষমাও চান অনুরাগীদের কাছে। লেখেন, “সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাক সেবন অনুমোদন করি না আর করবও না। আমি সরে এলাম। এই বিজ্ঞাপন করে অর্থ রোজগার করেছি ঠিকই, কিন্তু সম্পূর্ণটাই ভাল কাজের জন্য দান করে দিতে চাই।” ওই সংস্থারই আরও দুই মুখ অজয় ও শাহরুখ। আক্কি সরে এলেও তাঁরা এখনও এ বিষয় কোনও বিশেষ সিদ্ধান্ত নেননি বলেই জানা গিয়েছে।

 

 

Next Article