৫৭ বছর পার করে ফেলেছেন সদ্য। তবু জীবন থেমে থাকার নয়। জন্মদিনেই প্রকাশ্যে এনেছিলেন ‘পাঠান’ ছবির টিজার। এবার চাইলেন এক ‘উপহার’ও। কথা হচ্ছে শাহরুখ খানের, যার ক্যারিশ্মায় আজও বুঁদ আট থেকে আশি। জন্মদিনে এক ফ্যান ইভেন্টে হাজির হয় এসআরকে আবদার পাঠানকে যেন সফলতায় ভরিয়ে দেন তাএর ভক্তকুল। কামব্যাক ছবি এতটাই সাফল্য নিয়ে আসুক যাতে নির্মাতারা এর সিক্যুয়েলেও বানাতে রাজি হয়ে যান। শাহরুখের কথায়, “প্রার্থনা করুন, পাঠানের যেন সিক্যুয়েল তৈরি হয়ে যায়। যেন সবার ভাল লাগে। এই ছবির জন্য আমরা খুব খুব পরিশ্রম করেছি। দীপিকা, জন, সিদ্ধার্থ আনন্দ ও জন সবাই ভীষণ ভীষণ খেটেছে। প্রথম পর্ব হিট হলে খুব শীঘ্রই দ্বিতীয় ছবির সিক্যুয়েলের কাজ শুরু করে দিতে পারব আমরা।”
‘পাঠান’ ছবির মধ্যে দিয়েই শো-বিজে কামব্যাক করতে চলেছেন এসআরকে। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খানের খুব সম্ভবত এক গুপ্তচরের চরিত্রে অভিনয় করতে চলেছেন। টিজারে মারকাটারি অ্যাকশন দেখে ইতিমধ্যেই চলছে জোর আলোচনা। ৫৭ -এর যুবককে দেখে মুগ্ধ তাঁর ভক্তকুল। তাঁকে প্রশ্ন করা হয় এই ছবিতে তাঁর সবচেয়ে প্রিয় জিনিস কী? শাহরখোচিত ভঙ্গিতে তাঁর উত্তর, “আমার চুল, তবে একটাই অদ্ভুত জিনিস, এই ছবিতে আমার ও দীপিকার চুলের স্টাইল অনেক দৃশ্যে প্রায় এক। এই প্রথমবার এমনটা হল, এই প্রথম বার আমার চুলের স্টাইল নিয়ে আমার সহ অভিনেত্রীর সঙ্গে আমায় আলোচনা করতে হয়েছে। তবে ওই চুল আমি কেটে ফেলেছি।”
বিগত বেশ কিছু বছর ধরে শাহরুখের কেরিয়ারে খরা চলছে। পরপর ছবি ফ্লপ হয়েছে। তবু তিনি হাল ছাড়েননি। অকপটে স্বীকার করেছেন ছবু ফ্লপ হওয়ার কথা। কার্যত ‘পাঠান’ ছবির মাধ্যমেই তাঁর ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ রয়েছে। তিনি আশাবাদী। আশাবাদী তাঁর ভক্তরা। ওস্তাদের মার শেষ রাতে হবে নাকি আবারও নাম লেখাবেন ফ্লপের খাতায়– সে উত্তর তো একমাত্র সময়ের হাতেই রয়েছে।
৫৭ বছর পার করে ফেলেছেন সদ্য। তবু জীবন থেমে থাকার নয়। জন্মদিনেই প্রকাশ্যে এনেছিলেন ‘পাঠান’ ছবির টিজার। এবার চাইলেন এক ‘উপহার’ও। কথা হচ্ছে শাহরুখ খানের, যার ক্যারিশ্মায় আজও বুঁদ আট থেকে আশি। জন্মদিনে এক ফ্যান ইভেন্টে হাজির হয় এসআরকে আবদার পাঠানকে যেন সফলতায় ভরিয়ে দেন তাএর ভক্তকুল। কামব্যাক ছবি এতটাই সাফল্য নিয়ে আসুক যাতে নির্মাতারা এর সিক্যুয়েলেও বানাতে রাজি হয়ে যান। শাহরুখের কথায়, “প্রার্থনা করুন, পাঠানের যেন সিক্যুয়েল তৈরি হয়ে যায়। যেন সবার ভাল লাগে। এই ছবির জন্য আমরা খুব খুব পরিশ্রম করেছি। দীপিকা, জন, সিদ্ধার্থ আনন্দ ও জন সবাই ভীষণ ভীষণ খেটেছে। প্রথম পর্ব হিট হলে খুব শীঘ্রই দ্বিতীয় ছবির সিক্যুয়েলের কাজ শুরু করে দিতে পারব আমরা।”
‘পাঠান’ ছবির মধ্যে দিয়েই শো-বিজে কামব্যাক করতে চলেছেন এসআরকে। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খানের খুব সম্ভবত এক গুপ্তচরের চরিত্রে অভিনয় করতে চলেছেন। টিজারে মারকাটারি অ্যাকশন দেখে ইতিমধ্যেই চলছে জোর আলোচনা। ৫৭ -এর যুবককে দেখে মুগ্ধ তাঁর ভক্তকুল। তাঁকে প্রশ্ন করা হয় এই ছবিতে তাঁর সবচেয়ে প্রিয় জিনিস কী? শাহরখোচিত ভঙ্গিতে তাঁর উত্তর, “আমার চুল, তবে একটাই অদ্ভুত জিনিস, এই ছবিতে আমার ও দীপিকার চুলের স্টাইল অনেক দৃশ্যে প্রায় এক। এই প্রথমবার এমনটা হল, এই প্রথম বার আমার চুলের স্টাইল নিয়ে আমার সহ অভিনেত্রীর সঙ্গে আমায় আলোচনা করতে হয়েছে। তবে ওই চুল আমি কেটে ফেলেছি।”
বিগত বেশ কিছু বছর ধরে শাহরুখের কেরিয়ারে খরা চলছে। পরপর ছবি ফ্লপ হয়েছে। তবু তিনি হাল ছাড়েননি। অকপটে স্বীকার করেছেন ছবু ফ্লপ হওয়ার কথা। কার্যত ‘পাঠান’ ছবির মাধ্যমেই তাঁর ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ রয়েছে। তিনি আশাবাদী। আশাবাদী তাঁর ভক্তরা। ওস্তাদের মার শেষ রাতে হবে নাকি আবারও নাম লেখাবেন ফ্লপের খাতায়– সে উত্তর তো একমাত্র সময়ের হাতেই রয়েছে।