Shah Rukh Khan: ‘যখন ফায়ার আমায় শুভেচ্ছা জানায়’, আল্লুকে খোলা চিঠি শাহরুখের

Viral Post: সবই এক কথায় প্রশংসিত হচ্ছে দশমহলে। শাহরুখ খান প্রতি পদে পদে নিজেকে প্রমাণ করে চলেছেন। আর শাহরুখ খানের এই সাফল্য দেখে এবার তাঁকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন পুষ্পা ছবির স্টার আল্লু আর্জুন।

Shah Rukh Khan: যখন ফায়ার আমায় শুভেচ্ছা জানায়, আল্লুকে খোলা চিঠি শাহরুখের
'জওয়ান'-এ শাহরুখ।

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 15, 2023 | 10:00 AM

বর্তমানে রমরমেই চলছে শাহরুখ খান অভিনীত জাওয়ান ছবি। একের পর এক ইতিহাস গড়ে তা বারবার চমকে দিচ্ছে দর্শকদের। ৫৭ বছর বয়সে এসেও যে এভাবেও দর্শকমহলে ঝড় তোলে যায়, তা শাহরুখ খান আরও একবার প্রমাণ করে দিলেন। ছবিতে তাঁর লুক থেকে শুরু করে তাঁর উপস্থাপনা, সবই এক কথায় প্রশংসিত হচ্ছে দশমহলে। শাহরুখ খান প্রতি পদে পদে নিজেকে প্রমাণ করে চলেছেন। আর শাহরুখ খানের এই সাফল্য দেখে এবার তাঁকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন পুষ্পা ছবির স্টার আল্লু আর্জুন।

সোশ্যাল মিডিয়া লিখলেন ”শাহরুখ খানের সবথেকে বড় অবতার, গোটা ভারত জুড়ে উচ্ছ্বাস, দাপিয়ে বেড়াচ্ছে তাঁর সোয়াগ। সত্যিই আপনার জন্য খুব আনন্দিত স্যার, আমরা এটার জন্যই প্রার্থনা করেছিলাম।” কেবল শাহরুখ খানের জন্য নয় ছবির পরিচালক অ্যাটলিকেও শুভেচ্ছা জানালেন তিনি। লিখলেন একের পর এক ব্লকবাস্টার দিয়ে তুমি আমাদের গর্বিত করেছ। সমৃদ্ধ করেছ ভারতীয় সিনেমার বক্স অফিসকে। পুষ্পা স্টার অর্থাৎ আল্লু আর্জুনের এই পোস্ট দেখামাত্রই জবাব দিলেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, ”অনেক ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ তোমার এই ভালবাসা ও প্রার্থনার জন্য। আর যখন বিষয়টা আসে সোয়াগ আর দ্য ফায়ার আগুন আমাকে নিজেই শুভেচ্ছা জানাতে এগিয়ে আসে তখন সত্যি দিনটা দারুন হয়ে ওঠে। আর যদি সোয়াগের কথাই বলো তবে আমি বলব আমি কিছুটা শিখেছি পুষ্পা ছবি তিন দিনে তিনবার দেখে। তোমাকে অনেক ভালবাসা সামনাসামনি দেখা দেখা হবে।”

জওয়ান ঝড়ের মাঝেই পুষ্পা ২ জ্বরে কাবু গোটা দেশ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ছবির প্রতিটা খবর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির দিন। আগামী ছবর ১৫ অগস্ট বড় পর্দায় ঝড় তুলতে চলেছে আল্লু অর্জুন।