শাহরুখ খান ও সলমন খান, বলিউডের দুই তাজ, যাঁদের ওপরই এখনও সম্পূর্ণ ভরসা রাখে ভক্তরা। তালিকায় আমির খানও আছেন। তবে তিন দশক ধরে বলিউডে রাজত্ব করা এই স্টারদের ভক্তদের মধ্যে প্রাথমিকস্তরে যে লড়াই বর্তমান ছিল, তা কোথাও গিয়ে যেন দিন দিন মিলিয়ে যাচ্ছে ভাতৃত্বের বন্ধনে। কারণ শাহরুখ সলমন এখন ভাই ভাই। সলমন খানের ছবিতে কিং, কিং-এর ছবিতে টাইগার, এ যেন এক অদ্ভুত মেলবন্ধন। যা বর্তমানে বেশ উপভোগ করছেন ভক্তরা। পাঠান ছবিতে টাইগার লুকে দেখা গিয়েছে সলমন খানকে। আবার টাইগার ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে পাঠান লুকে।
এখানেই শেষ নয়, এরপর আবার তাঁদেরকে পাওয়া যাবে টাইগার ভার্সেস পাঠান ছবিতে। এরই মাঝে আবারও বলিউডের দুই ভাই একসঙ্গে ফ্রেমবন্দি। রাজ্যের মুখ্যমন্ত্রীর গণেশ পুজোতে উপস্থিত হলেন তাঁরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্দের বাড়িতে হাজির হলেন তাঁরা একসঙ্গে। গণেশের আশির্বাদ নিলেন তাঁরা। শাহরুখ খানের পরণে ছিল নীল রঙের কুর্তা ও সলমন খানের পরণেছিল খয়েরি রঙা কুর্তা।
দুই খান এদিন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবিও তুললেন। সলমন খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাড়িতে গণেশ দর্শণে গিয়েছিলেন আয়ুষ শর্মা ও অর্পিতা খানও। দুই খান ছাড়াও মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন জ্যাকিশ্রফ, অর্জুন রামপাল, আশা ভোশলে, বনি কাপুর প্রমুখেরা। ছবি প্রকাশ্যে আসতেই আবারও ভক্তদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় তা নেটদুনিয়ায়। দুই খানকে পাশাপাশি দেখা মাত্রই ভক্তদের প্রশ্ন কবে আসছে টাইগার ভার্সেস পাঠান ছবি? সূত্রের খবর সব ঠিক থাকলে এই ছবির কাজ শুরু হতে পারে ২০২৪-এর মার্চে।