Shah Rukh Khan: আশা ভোঁসলের হাত থেকে এঁটো চায়ের কাপ নিলেন শাহরুখ, তারপর… ভিডিয়ো দেখে মুগ্ধ নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 20, 2023 | 2:32 PM

Viral Video: সেখানে ছিলেন শাহরুখ খানের গোটা পরিবার, আব্রাহম, সুহানা খান, গৌরী খান, আরিয়ান খান সকলে একসঙ্গে বসে এদিনের ম্যাচ উপভোগ করেন। অন্যদিকে রণবীর সিং, দীপিকা পাড়ুকোনকেও দেখা যায় খেলা দেখতে। তালিকা এখানেই শেষ নয়। একই বক্সে বসে ম্যাচ দেখছিলেন কিংবদন্তী স্টার আশা ভোঁসলে।

Shah Rukh Khan: আশা ভোঁসলের হাত থেকে এঁটো চায়ের কাপ নিলেন শাহরুখ, তারপর... ভিডিয়ো দেখে মুগ্ধ নেটপাড়া

Follow Us

তিনি শাহরুখ খান, তিনি শত শত মানুষের কাছে আদর্শক প্রেমিক। মেয়েদের প্রতি তাঁর শ্রদ্ধা সম্মান ঠিক কতখানি তার প্রমাণ একাধিকবার পেয়েছেন দর্শকেরা। তিনি মানুষকে সম্মান দেন, তাঁর চারপাশের মানুষেরা সাহায্য চেয়ে শাহরুখ খানের কাছ থেকে খালি হাতে ফিরেছেন এমনটা কখনই শোনা যায়নি। ফলে সেই শাহরুখ খানের কাছে এই ধরনের ঘটনা নতুন নয়। তিনি সেলিব্রিটি, তাঁকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য মরিয়া গোটা দেশ। সেই শাহরুখ খানের কাণ্ড দেখে এবার অবাক সকলেই। না, ঠিক অবাক নয়, এটাই তো স্বাভাবিক। তবে সচরাচর এই ধরনের ছবি খুব একটা দেখা যায় না সিনেপাড়ায়। রবিবার সকলেই টিম ভারতের পাশে দাঁড়াতে, তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্রমোদী স্টেডিয়ামে।

সেখানে ছিলেন শাহরুখ খানের গোটা পরিবার, আব্রাহম, সুহানা খান, গৌরী খান, আরিয়ান খান সকলে একসঙ্গে বসে এদিনের ম্যাচ উপভোগ করেন। অন্যদিকে রণবীর সিং, দীপিকা পাড়ুকোনকেও দেখা যায় খেলা দেখতে। তালিকা এখানেই শেষ নয়। একই বক্সে বসে ম্যাচ দেখছিলেন কিংবদন্তী স্টার আশা ভোঁসলে। তিনিও ম্যাচ দেখছিলেন সকলের সঙ্গে। হাতে ছিল চায়ের কাপ। তা যত্রতত্র ফেলে না দিয়ে তিনি হাতে নিয়েই বসে ছিলেন। এরপর শাহরুখ খানকে দেখা যায় এগিয়ে গিয়ে তাঁর হাত থেকে কাপটা নিয়ে নিতে। এই দৃশ্য ফ্রেমবন্দি হয় ক্যামেরায়। তা পলকে ভাইরাল হতে দেখা যায়। আর এই ভিডিয়ো দেখা মাত্রই সকলেই শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ। শাহরুখ খান বরাবরই বড়দের এভাবেই শ্রদ্ধা দিয়ে থাকেন। সে সেটে উপস্থিত অমিতাভ বচ্চন জয়া বচ্চন হোক কিংবা সেটের বাইরে যে কোনও সহকর্মী কিংবা কোনও প্রবীণ স্টার, শাহরুখ খান তাঁদের যথাযথ সম্মান দেওয়ারই চেষ্টা করেন।

Next Article