AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Actor Porimoni: পঞ্চম বার বিয়ে ভাঙছে পরীমণির? স্বামীর বিরুদ্ধে সরব অভিনেত্রী

Bangladesh Actors: প্রসঙ্গত, কিছু দিন আগেই রাজের সহ অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতা নিয়ে ফেসবুকেই মিমকে তুলোধনা করেছিলেন পরীমণি।

Actor Porimoni: পঞ্চম বার বিয়ে ভাঙছে পরীমণির? স্বামীর বিরুদ্ধে সরব অভিনেত্রী
স্বামীর বিরুদ্ধে সরব অভিনেত্রী
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 2:40 PM
Share

বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমণির। তাঁর প্রেম থেকে বিবাহ সব নিয়েই চর্চা তুঙ্গে। কখনও মাদক মামলা আবার কখনও বা বিবাহপূর্বে সন্তান– এই নিয়েই তিনি থাকেন শিরোনামে। আবারও নাকি বিয়ে ভাঙছে তাঁর। এই নিয়ে পঞ্চমবার বিয়ের সম্পর্ক থেকে নিজেকে অব্যাহতি দিতে চলেছেন নায়িকা, তাঁর দাবি তেমনটাই। স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে কিছু বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেই নিজেদের সম্পর্ক নিয়ে ফাটিয়েছেন বোমা। তবে এই পঞ্চম সম্পর্কে তিনি একা নেই, সঙ্গে রয়েছে তাঁর ও রাজের একরত্তি ছেলে রাজ্য। রাজের বিরুদ্ধে কী লিখেছেন নায়িকা, যা নিয়ে এত হইচই? তিনি লেখেন, “আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই।’’ নিজেদের সম্পর্কে ‘টক্সিক’ তকমা দিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন তিনি ভাল নেই।

প্রসঙ্গত, কিছু দিন আগেই রাজের সহ অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতা নিয়ে ফেসবুকেই মিমকে তুলোধনা করেছিলেন পরীমণি। লিখেছিলেন, “বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ— সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে।” যদিও এর পর সব ভালই চলছিল। স্বস্তি পেয়েছিলেন অনুরাগীরা। কিন্তু ওই যে ‘চিরদিন কাহারও সমান নাহি যায়’। বছর শেষে পরীমণির এই পোস্ট যেন ফের পুরনো গুঞ্জনে ঢেলেছে ঘি।

গত বছর এক সিনেমার শুটিং করতে গিয়ে রাজের প্রেমে পড়েন পরীমণি। জানিয়েছিলেন, শুটিং শুরুর মাত্র পাঁচ দিনের মধ্যেই তাঁরা প্রেম পড়েন। সারেন বিয়েও। চলতি বছরে জানুয়ারিতে আনুষ্ঠানিক বিয়ে সারেন অভিনেত্রী। তাঁদের প্রেমের মিষ্টি ছবি প্রকাশ পেয়েছিল সামাজিক মাধ্যমে। এত আগে ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে তিনি বিয়ে করেন ইসমাইল হোসেন, ফিরদৌস কবীর সৌরভ, তামি হাসান, কামরুজ্জামান রনিকে। এঁদের প্রত্যেকেই বিভিন্ন পেশার। কিন্তু পরীমণি বিবাহিত জীবন কারও সঙ্গেই সুখের হয়নি। সাময়িক ঝগড়া নাকি একেবারেই সম্পর্ক থেকে নিষ্কৃতি তা পরীমণি স্পষ্ট করে বলেননি, তবে স্বামীকে জীবন থেকে ছুটি দিতে চান– এমনটাই দাবি তাঁর।