Shatrughan Sinha: বাবাকে ব্যবহার, পরিবর্তে মেলেনি কিছুই! বিস্ফোরক অভিযোগ শত্রুঘ্ন-পুত্রের

Shatrughan Sinha: লাভ সিনহাকে চেনেন? বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার ছেলে তিনি।

Shatrughan Sinha: বাবাকে ব্যবহার, পরিবর্তে মেলেনি কিছুই! বিস্ফোরক অভিযোগ শত্রুঘ্ন-পুত্রের
বিস্ফোরক অভিযোগ শত্রুঘ্ন-পুত্রের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 6:35 PM

লাভ সিনহাকে চেনেন? বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার ছেলে তিনি। ‘সাদিয়া’, ‘পল্টন’, ‘গদর ২’-এ তাঁকে দেখা গিয়েছে। কিন্তু সেভাবে লাভকে বলিউডে সেভাবে রাজত্ব করতে দেখা যায়নি। এখনও নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। স্টারকিড হয়েও কী ইন্ডাস্ট্রি থেকে সাহায্য পেলেন না তিনি? এক সাক্ষাৎকারে বিস্ফোরক লাভ। বাবা শত্রুঘ্নের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “ইন্ডাস্ট্রিতে অনেক বড় মানুষ রয়েছেন, যাদেরকে আমার বাবা সাহায্য করেছেন। পরিবারের ঘনিষ্ঠ কেউ আমায় সাহায্য করতে পারতেন, পারতেন কাজ দিতে, কিন্তু না, আমি কোনও কাজ পাইনি।”

তিনি যোগ করেন, “আমি যদিও ব্যক্তিগত ভাবে এই জিনিসগুলোকে নিইনি। কিন্তু অনেক অভিনেতা রয়েছেন, যারা ফ্লপের পর ফ্লপ দিয়ে গিয়েছেন, কিন্তু তাঁদের অনেক সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমাকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়নি কখনও”। লাভ সুযোগ না পেলেও শত্রুঘ্নের একমাত্র মেয়ে সোনাক্ষী সিনহা কিন্তু পরিবারের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন। সে কারণে খুশি লাভ। তবে ইন্ডাস্ট্রির স্বরূপ কার্যত খুলে দিয়েছেন তিনি। অভিযোগ তুলেছেন দ্বিচারিতার। ইন্ডাস্ট্রিতে নেপোটিজম অর্থাৎ স্বজনপোষণের অভিযোগ বহুদিনের। তবে প্রশ্ন হল, সত্যিই কি নেপোটিজম রয়েছে বলিউডে? এ নিয়ে মুখ খুলেছিলেন মিঠুন-পুত্র মিমোও। তাঁর মতে, যদি সত্যিই নেপোটিজম থাকত, তবে তাঁর কাছেও অফারের পর অফার থাকত, তা কিন্তু হয়নি।

View this post on Instagram

A post shared by Luv S Sinha (@luvsinha)