সুচরিতা দে
সত্যিজিৎ রায়, ভারতীয় ছবির জগতে এক স্বর্ণযুগের নাম। তাঁর হাতে উঠে এসেছিল অস্কার। তবে সেই ছবির পর আর বাংলায় ফেরেনি অস্কার। একের পর এক বছর, কেবল অপেক্ষার পালা। মনোনয়নে জায়গা করতে পারেনি কোনও ছবিই। এবার সেই অপেক্ষার পালা শেষ। মনোনয়নের দরজায় পৌঁছে গেল বাংলা। বাংলার ছেলে শৌনক সেনের তথ্যচিত্রের হাত ধরে আবারও শুরু স্বপ্ন দেখা। অস্কারে সেরা ফিচার তথ্যচিত্রের বিভাগের মনোনয়ন পেয়েছে ‘অল দ্যাট ব্রিদস’। এর আগে ২০২২ সালে এই তথ্যচিত্র কান-এ পুরস্কৃত হয়েছি। এবার অস্কার মনোনয়নে জায়গা করে নেওয়ায় আবেগঘন তরুণ পরিচালক। TV9 বাংলার প্রতিনিধিকে জানালেন, ‘আমরা আনন্দিত, স্বস্তি, অবাক, বিশ্বাস-অবিশ্বাস জড়িয়ে এক মিশ্র অনুভূতি।’
শৌনকের কথায়, ‘আমি এখন আমেরিকায় আছি। এখানের সময় অনুযায়ী সকাল সাড়ে ছটায় ঘোষণা হয়েছিল। আমরা কেউ-ই রাত্রে ঘুমতে পাড়িনি। যখন ঘোষণা শুনলাম তারপর সত্যি খুব খুশি আমরা। যদিও এখনও অনেকটা পথ যেতে হবে। আমার কেরিয়ারে ভারতের যে যে ছবির সব থেকে বেশি প্রভাব রয়েছে, নিঃসন্দেহে তার মধ্যে অন্যতম বাংলা। ছোটবেলা থেকে আমার মা-বাবা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের ছবি দেখিয়েছেন। এনারা ছাড়াও কলকাতায় তথ্যচিত্র নিয়ে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়, ‘ডকএজ’, অনেক ছবি ওখানে গিয়ে জায়গা করে নেয়। এমন কি আমার তথ্যচিত্রের ট্রেনিং, যা-যা শিখেছি, অনেকটাই ওখান থেকেই পাওয়া। এর জন্য আমি ধন্যবাদ জানাব। কলকাতায় অনেক অভিজ্ঞ তথ্যচিত্র নির্মাতারাও রয়েছেন, যাঁদের থেকে আমি অনেক কিছু শিখেছি।’
২০২১ সালে সুস্মিত ঘোষের তৈরি তথ্যচিত্রও জায়গা করেনিয়েছ অস্কার মনোনয়নে। ২০২২ সালের অস্কার পুরস্কারের জন্য লড়াইয়ে মনোনীত হয়েছিল তা। তবে শেষ পর্যন্ত পুরস্কার দেশে আসেনি। আবারও অস্কারের দরজায় বাঙালি পরিচালক, এবার আবারও আশায় বুক বাঁধছেন সকলে।