Shraddha Kapoor: গান গেয়ে এবার ট্রোলের শিকার শ্রদ্ধা, ‘অলকার সামনে এ কী কাণ্ড?’

Bollywood Gossip:

Shraddha Kapoor: গান গেয়ে এবার ট্রোলের শিকার শ্রদ্ধা, অলকার সামনে এ কী কাণ্ড?

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 29, 2023 | 2:48 PM

বর্তমানে অধিকাংশ অভিনেতাই কমবেশি গানের জগতে পা রাখার ইচ্ছে প্রকাশ করেন। কেউ সিনেমায় গান গাইছেন, কেউ আবার পেশাগতভাবে গায়ক গায়িকা না হয়ে উঠতে পারলেও সুযোগ পেলে দুকোলি গেয়ে দিয়ে থাকেন। একদিকে আলিয়া ভাট পরিণীতি চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা যেমন গানের জগতে নিজের সুনাম কুড়িয়েছেন, তেমনই আবার একশ্রেণি বেজায় কটাক্ষের মুখোমুখি হয়েছেন। এবার সমালোচনার কেন্দ্রের জায়গা করে নিলেন অভিনেত্রীর শ্রদ্ধা কাপুর। মঞ্চে সকল গুণী ব্যক্তিদের সামনে অবলীলায় গান ধরলেন তিনি। ‘কভি খুশি কভি গম’ ছবির ‘বলে চুরিয়া’ গান এদিন সকলকে গেয়ে শোনালেন অভিনেত্রী।

শ্রোতার আসনে সামনেই বসেছিলেন গানের মূল গায়িকা আলকা ইয়াগনি। গান শুরু হওয়া মুহূর্ত থেকেই তাঁর মুখের অবয়ব বেশ কিছুটা পাল্টে যায়। তাঁর কাছে সেই অভিজ্ঞতা যে খুব একটা সুখকর ছিল না তা তাঁর মুখের অভিব্যক্তি স্পষ্ট করে দিয়েছিল। শ্রদ্ধা কাপুর এই গানটিকে নিজের মত করে গাইতে গিয়ে হলেন এবার ট্রোলের শিকার। গানের যেখানে তাল শুরু, সেখানেই হঠাৎ চুপ করে গেলেন অভিনেত্রী। গানের সুর তাল লয় ওলট পালট হয়ে গিয়ে যা দাঁড়ালো তা নেট দুনিয়া মেনে নিতে না-রাজ।

ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার সামনে আসতে শুরু দুনিয়ার কটাক্ষ। কেউ লিখলেন অলকা ইয়াগনি ভাবছেন এরা কারা কোথা থেকে আসেন? আবার কেউ লিখলেন, অলকা ইয়াগনি ভাবছেন গুছিয়ে নাও আমায় নয় এদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো এখন চর্চায়। যদিও অতিতে একাধিকবার শ্রদ্ধা কাপুর খালি গলায় গান গেয়ে অনেকেরই প্রশংসা কুড়িয়েছেন। তবে এত মানুষের সামনে তিনি গানটিকে যেভাবে উপস্থাপনা করলেন তা এক কথায় বেজায় বেমানান বলেই জানিয়ে দিল নেটপাড়া।