মা হলেন শ্রেয়া ঘোষাল, খুশি গোটা পরিবার

শনিবার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা এবং সন্তান দুজনেই ভাল আছেন।

মা হলেন শ্রেয়া ঘোষাল, খুশি গোটা পরিবার
শিলাদিত্য এবং শ্রেয়া।
Follow Us:
| Updated on: May 22, 2021 | 5:45 PM

মা হলেন সঙ্গীত শিল্পী (singer) শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। শনিবার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা এবং সন্তান দুজনেই ভাল আছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুখবর শেয়ার করেছেন শ্রেয়া।

শ্রেয়া টুইট করেন, ‘শনিবার বিকেলে ঈশ্বরের আশীর্বাদে পুত্র সন্তান হয়েছে আমাদের। এই অনুভূতি আগে কখনও হয়নি। শিলাদিত্য, আমি এবং আমাদের পরিবারের সকলে খুব খুশি। আপনাদের আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ।’

নিজের বেবি বাম্পের ছবি টুইট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিছুদিন আগে সুখবর শেয়ার করেছিলেন শ্রেয়া। তাঁর এবং শিলাদিত্যের নাম মিলিয়ে শ্রেয়াদিত্য হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি লিখেছিলেন, ‘বেবি শ্রেয়াদিত্য আসছে।’ শ্রেয়া লিখেছিলেন, ‘আপনাদের সকলের সঙ্গে এই খবরটা শেয়ার করতে আমার আর শিলাদিত্যর খুবই উত্তেজনা হচ্ছে। জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ প্রয়োজন।’

শ্রেয়া বরাবরই প্রাইভেট পার্সন। শিলাদিত্যর সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের খবর তাঁর প্রিয়জনের বাইরে খুব একটা কেউ জানতেন না। বাঙালি মতে বিয়ে করেছিলেন এই জুটি। সেই অনুষ্ঠানেও ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিমন্ত্রণ ছিল। বিয়ে করার খবরও সোশ্যাল ওয়ালেই শেয়ার করেছিলেন শ্রেয়া। এ বার এক নতুন শুরু। মা হিসেবে নতুন দায়িত্ব নেবেন শ্রেয়া। আপাতত প্রায়োরিটি সন্তান। ছেলের কী নাম রাখবেন, তা অবশ্য এখনও জানাননি গায়িকা।

আরও পড়ুন, প্রতিযোগীদের প্রশংসা কি মন থেকে নাকি চাপে পড়ে? শানুকে প্রশ্ন আদিত্যর