Shreya Ghoshal: ‘এত তাড়াতাড়ি চলে গেলে…’, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ শ্রেয়া ঘোষাল
Shreya Ghoshal: শ্রেয়া বরাবরই প্রাইভেট পার্সন। গত বছরই মা হয়েছেন তিনি। এমনকি স্বামী শিলাদিত্যের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের খবর তাঁর প্রিয়জনের বাইরে খুব একটা কেউ জানতেন না।

শ্রেয়া ঘোষালের জীবনে বিপর্যয়। হারালেন কাছের মানুষ মহেশকে। শ্রেয়ার দীর্ঘদিনের কাজের সঙ্গী ছিলেন তিনি। সুখে দুঃখে পাশে ছিলেন ঘোষাল পরিবারের, জানিয়েছেন শ্রেয়া নিজেই। প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ শ্রেয়া লিখেছেন, “এই জীবন বড়ই অনিশ্চিত। এত তাড়াতাড়ি চলে গেলে মহেশ। আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন তুমি। ছিলে আমাদের পরিবার। এত ভাল স্বভাবের একজন মানুষ। কী করে তুমি অতীত হয়ে গেলে?” এখানেই না থেমে শ্রেয়া আরও লেখেন, “সারা জীবন তুমি আমাদের হৃদয়ে থেকে যাবে। শান্তিতে ঘুমিও। ওম শান্তি”।
মহেশ নামক সেই ব্যক্তির সঙ্গে তিনটি ছবি শেয়ার করেছেন শ্রেয়া। ছবিগুলি তোলা হয়েছিল শ্রেয়ার বিয়ের দিনে। নববধুর সাজে দাঁড়িয়ে রিয়েছে শ্রেয়া পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন মহেশ। মহেশের সঙ্গে শ্রেয়ার কী সম্পর্ক তা শ্রেয়া না লিখলেও নেটিজেনদের অনেকেই অনুমান করেছেন, শ্রেয়ার টিমের অংশ ছিলেন ওই ব্যক্তি। রক্তের সম্পর্ক না থাকলেও শ্রেয়া ও তাঁর পরিবারের যে তিনি খুবই কাছের ছিলেন সে কথা নিজেই জানিয়েছেন শ্রেয়া।
শ্রেয়া বরাবরই প্রাইভেট পার্সন। গত বছরই মা হয়েছেন তিনি। এমনকি স্বামী শিলাদিত্যের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের খবর তাঁর প্রিয়জনের বাইরে খুব একটা কেউ জানতেন না। বাঙালি মতে বিয়ে করেছিলেন এই জুটি। সেই অনুষ্ঠানেও ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিমন্ত্রণ ছিল। বিয়ে করার খবরও সোশ্যাল ওয়ালেই শেয়ার করেছিলেন শ্রেয়া। একই ভাবে মা হওয়ার খবরও জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে মহেশ যে এই সব সময়েই তাঁর পরিবারের অংশ ছিলেন তার প্রমাণ এই ছবি। প্রসঙ্গত, আগামী অক্টোবর জুড়েই বিদেশে সঙ্গীত সফর রয়েছে তাঁর। ছেলে দেবয়ানকে নিয়েও রয়েছে ব্যস্ততা। তাঁর পুত্রের জন্মের পর তার নামের বানান নিয়ে বেশ বিভ্রান্তি শুরু হয় সোশ্যাল মহলে। হিন্দি কিংবা ইংরেজি ভাষায় বানান নিয়ে সমস্যা না হলেও বাংলায় কী হতে পারে শ্রেয়ার ছেলের নামের বানান, তা নিয়ে বেশ ধন্দে পড়ে যান এক অনুরাগী। টুইট করে লেখেন, ‘বাংলায় নামের উচ্চারণ কেউ বলতে পারছে না।’ সঙ্গে জুড়ে দেন দেবয়ান নামটির চার রকম বানান— ১. দেবায়ন ২. দেবযান ৩. দেবয়ান ৪. দেব্যান। সমস্যার নিষ্পত্তি করেন স্বয়ং মা শ্রেয়া। টুইটটিকে রিটুইট করে তিনি লেখেন, ‘আমার প্রিয় সমস্ত বাঙালি অনুরাগীদের বলছি, বাংলায় Devyaan-এর নামের সঠিক বানান – দেবয়ান।’





