লম্বা বিনুনী, টিপের সাজে এক তরুণী বসে রয়েছেন। তাঁর কোলে এক শিশু। এই শিশু আপনার পরিচিত। এই শিশু আজ এক বিখ্যাত গায়িকা। কে বলুন তো?
আপনার জন্য প্রথম ক্লু, ইনি বাঙালি গায়িকা। তবে শুধু বাংলা নয়, বলিউডেও তাঁর সমান আধিপত্য। মায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন গায়িকা স্বয়ং। চিনতে পারলেন কি?
আপনার জন্য দ্বিতীয় ক্লু, এই গায়িকা নিজে সদ্য মা হয়েছেন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন গায়িকা। বহু জনপ্রিয় গান ইন্ডাস্ট্রিকে উপহার দিলেও তাঁর ব্যক্তি জীবনের নাগাল পাওয়া খুব সহজ নয়। এ বার কি চেনা যাচ্ছে?
এই শিশু আসলে শ্রেয়া ঘোষাল। নিজের ছোটবেলার এই ছবি শেয়ার করেছেন শ্রেয়া স্বয়ং। ক্যাপশনে লিখেছেন, ‘১৯৮৪। মা এবং আমি।’ অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন এই ছবি।
শ্রেয়া বরাবরই প্রাইভেট পার্সন। শিলাদিত্যর সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের খবর তাঁর প্রিয়জনের বাইরে খুব একটা কেউ জানতেন না। বাঙালি মতে বিয়ে করেছিলেন এই জুটি। সেই অনুষ্ঠানেও ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিমন্ত্রণ ছিল। বিয়ে করার খবরও সোশ্যাল ওয়ালেই শেয়ার করেছিলেন শ্রেয়া। এ বার এক নতুন শুরু। মা হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন শ্রেয়া।
পুত্রের জন্মের পর তার নামের বানান নিয়ে বেশ বিভ্রান্তি শুরু হয় সোশ্যাল মহলে। হিন্দি কিংবা ইংরেজি ভাষায় বানান নিয়ে সমস্যা না হলেও বাংলায় কী হতে পারে শ্রেয়ার ছেলের নামের বানান, তা নিয়ে বেশ ধন্দ্বে পড়ে যান এক অনুরাগী। টুইট করে লেখেন, ‘বাংলায় নামের উচ্চারণ কেউ বলতে পারছে না।’ সঙ্গে জুড়ে দেন দেবয়ান নামটির চার রকম বানান— ১. দেবায়ন ২. দেবযান ৩. দেবয়ান ৪. দেব্যান। সমস্যার নিষ্পত্তি করেন স্বয়ং মা শ্রেয়া। টুইটটিকে রিটুইট করে তিনি লেখেন, ‘আমার প্রিয় সমস্ত বাঙালি অনুরাগীদের বলছি, বাংলায় Devyaan-এর নামের সঠিক বানান – দেবয়ান।’
আরও পড়ুন, দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হতে পারে শিল্পাকে, রাজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত