মাঘ পড়তেই শ্রেয়া ঘোষালের পরিবারে খুশির জোয়ার। সদস্য বাড়ল ঘোষাল পরিবারে। গায়িকার ছোট ভাই সৌম্যদীপ ঘোষাল বাঁধা পড়লেন সাতপাকে। এখনও বিশ্বাস হচ্ছে না তাঁর। যে ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছেন, সে যে কবে এতটা বড় হয়ে গেল ভাবতেই পারছেন না শ্রেয়া। ভাইয়ের স্ত্রীর নাম রোশনি। দক্ষিণ ভারতীয় সে। সংস্কৃতিগত দিক দিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিভেদ থাকলেও মনের মিল দুজনেরই খাসা। বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লেখেন, “এখনও বিশ্বাস হচ্ছে না, আমার ছোট্ট ভাইটা বিয়ে করে নিল। দুটো সুন্দর মনের মিলন হল। আকাশে বাতাসে শুধুমাত্র ভালবাসা ছড়িয়ে ছিল সে দিন। দুটি রাজ্যের মিলন হল। আনন্দে চোখে জল চলে এসেছিল আমাদের। ভাই, তুমি খুশি থেকো। বউ মা তোমায় আজীবন ভালবেসেছি। তুমি তো সেটা জানোই। ভগবান তোমাদের ভাল রাখুন”। ভাইয়ের বিয়ের ছবি দিতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা। সকলেই আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন শ্রেয়ার ভাইকে।
শ্রেয়া বরাবরই প্রাইভেট পার্সন। ২০২১ সালে মা হয়েছেন তিনি। এমনকি স্বামী শিলাদিত্যের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের খবর তাঁর প্রিয়জনের বাইরে খুব একটা কেউ জানতেন না। বাঙালি মতে বিয়ে করেছিলেন এই জুটি। সেই অনুষ্ঠানেও ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিমন্ত্রণ ছিল। বিয়ে করার খবরও সোশ্যাল ওয়ালেই শেয়ার করেছিলেন শ্রেয়া। মা হওয়ার খবরও জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবারেও ভাইয়ের বিয়ের ছবিও শেয়ার করলেই সেই সোশ্যাল মিডিয়াতে। এই মুহূর্তে হাত ভর্তি কাজ রয়েছে শ্রেয়ার। ছেলে দেবয়ানকে নিয়েও রয়েছে ব্যস্ততা। তাঁর পুত্রের জন্মের পর তার নামের বানান নিয়ে বেশ বিভ্রান্তি শুরু হয় সোশ্যাল মহলে। হিন্দি কিংবা ইংরেজি ভাষায় বানান নিয়ে সমস্যা না হলেও বাংলায় কী হতে পারে শ্রেয়ার ছেলের নামের বানান, তা নিয়ে বেশ ধন্দে পড়ে যান এক অনুরাগী। টুইট করে লেখেন, ‘বাংলায় নামের উচ্চারণ কেউ বলতে পারছে না।’ সঙ্গে জুড়ে দেন দেবয়ান নামটির চার রকম বানান— ১. দেবায়ন ২. দেবযান ৩. দেবয়ান ৪. দেব্যান। সমস্যার নিষ্পত্তি করেন স্বয়ং মা শ্রেয়া। টুইটটিকে রিটুইট করে তিনি লেখেন, ‘আমার প্রিয় সমস্ত বাঙালি অনুরাগীদের বলছি, বাংলায় Devyaan-এর নামের সঠিক বানান – দেবয়ান।’ পরিবারকে নিয়ে ভরা সংসার এই কোকিলকন্ঠীর। এবার পরিবারে সদস্য বাড়ল তাঁর।