বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে (Shreyas Talpade) প্রথম থেকেই এক অন্য স্বাদের অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন। হাসির চিত্রনাট্যেই তাঁকে বেশি পাওয়া গিয়েছিল। আবার তালিকায় ছিল ইকবাল-এর মত ছবিও। তবে সম্প্রতিতে পর্দায় শ্রেয়াসকে সেভাবে ছবি করতে দেখা যাচ্ছে না। প্রস্তাব বা অফারের অভাব নাকি দূরত্ব বেড়েছে বলিউডের সঙ্গে তা নিয়ে মুখ খোলেনি অভিনেতা। কিন্তু আবারও তাঁকে খবরে শিরোনামে তুলে আনল যে ছবি তা হল পুষ্পা (Pushpa) । সম্প্রতি দক্ষিণী ছবি ঘিরে দর্শকমহলে বাড়ছে উত্তেজনা। বাহুবলি থেকে শুরু করে একাধিক ছবি বিশ্বজুড়ে বক্স অফিসের রাজত্ব করেছে।
লকডাউনের পর এমনই ছক ভেঙ্গে দর্শক মনে জায়গা করে নিয়েছিল দক্ষিণী ছবি পুস্পা। আল্লু আর্জুন অভিনীত এই ছবিতে হিন্দি ডাবিং করেছিলেন শ্রেয়াস তালপাড়ে। এরপরই একাধিক সাক্ষাৎকার ভাইরাল হয়ে যায় অভিনেতার। অনবদ্য ডাবিং প্রতিটা সিক্যুয়েন্সে এত সুন্দর ভাবে তাঁর কণ্ঠস্বর ব্লেন্ড হয়েছে যে বর্তমানে শ্রেয়াসের কাছে কেরিয়ারের নতুন দিক খুলে গিয়েছে। শ্রেয়াসের কথায় এখন তার কাছে ভুরি ভুরি ডাবিং অফার।
দক্ষিণের ছবি বর্তমানে গোটা ভারতের মুক্তি পাওয়ার চেষ্টা করে চলেছে। যার ফলে ভাল ডাবিং আর্টিস্ট-এর খোঁজ চলছে অহরহ। তবে পুষ্পার জনপ্রিয়তার দিকে লক্ষ্য রেখে সেই তালিকায় প্রথম নামটি লিখিয়ে নিয়েছেন শ্রেয়াস তালপড়ে। দক্ষিণী স্টারদের কথায় খারাপ ডাবিং-এর জন্যই দক্ষিণী ছবি অধিকাংশ সময় হাসির পাত্র হয়ে থেকে যেত। ছবির প্রতি যে যত্নশীল হওয়ার প্রয়োজন ছিল ডাবিং-এর ক্ষেত্রে সেখানে থেকে গিয়েছিল অকীকে একাধিক খামতি। সেই কারণেই হিন্দি দর্শকদের মনে প্রথমে সেভাবে ছবি জায়গা করে নিতে পারছিল না। তাই বর্তমানে দক্ষিণী দুনিয়া ছবির ডাবিং নিয়ে বেজায় সতেচন। আর সেক্ষেত্রেই নিজেকে প্রমাণ করে সকলের নজর কেড়েছেন শ্রেয়াস।