Controversy: ‘প্লাস্টিক বডি, সার্জারি করে করে রূপবদল!’ ট্রোলারদের কটাক্ষকে ফুঁৎকারে ওড়ালেন শ্রুতি
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 13, 2022 | 3:34 PM
Shruti Hasan: অথচ সেই চেহারার খুঁটিনাটি, খামতি খুঁজতে গিয়ে নেটিজেনরা অনেক জায়গাতেই ভুল করে বসেন। কটাক্ষ করতে পিছপা হন না। আবার কেউ কেউ সেই প্রসঙ্গে বিন্দুমাত্র ক্ষমা করতে নারাজ।
1 / 6
চেহরা ঠিক যেমনটা আছে, ঠিক তেমনভাবেই গ্রহণ করা উচিত। এমনই উক্তি বহুবার সোশ্যাল মিডিয়ায় হোক বা প্রকাশ্যে কোনও সাক্ষাৎকারে হোক, উঠে আসাটা অবাক কাণ্ড নয়।
2 / 6
অথচ সেই চেহারার খুঁটিনাটি, খামতি খুঁজতে গিয়ে নেটিজেনরা অনেক জায়গাতেই ভুল করে বসেন। কটাক্ষ করতে পিছপা হন না। আবার কেউ কেউ সেই প্রসঙ্গে বিন্দুমাত্র ক্ষমা করতে নারাজ।
3 / 6
সেই নিয়েই মুখ খুলে শ্রুতি হাসান জানিয়েছিলেন কেন তিনি নিজেকে আমুল বদলে ফেললেন। গায়ের রং থেকে মুখের আদল, সবটাই নজরে এল সকলের।
4 / 6
আর তা নিয়ে প্রশ্ন করতে দুবার ভাবেনি নেটিজেনরা। কেন তিনি পাল্টে ফেললেন নিজেকে! প্লাস্টিক বডি থেকে শুরু করে গ্রহণযোগ্যতা, সমালোচনার তালিকা থেকে বাদ থাকেনি কিছুই।
5 / 6
তবে তা নিয়ে কোনও রাখ ঢাক করতে নারাজ শ্রুতি। কারণ একটাই, তিনি জানান, এই নিয়ে তাঁর কোনও আক্ষেপ থাকার কথাই নয়। তাতে যে যাই ভাবুক তিনি কিছুই মনে করবেন না।
6 / 6
তাঁর শরীর, তিনি যেমন ইচ্ছে তাতে বদল এনেছেন, যেটা তাঁর পছন্দ, নিজেকে যেভাবে দেখতে চান তিনি ঠিক তেমনটা করে নিয়েছেন। তা নিয়ে কারুর কোনো মন্তব্য থাকার কথা নয়।