Sid-Kiara Wedding: শেষ মুহূর্তে প্ল্যান ভন্ডুল! আজ হচ্ছে না সিড-কিয়ারার বিয়ে?
Sid-Kiara Wedding: সিড-কিয়ারার বিয়ে কিন্তু কোনও ছোটখাটো সেলিব্রেশন নয়। বেশ বড় করেই আয়োজিত হচ্ছে সব কিছু। ঢালাও খাবার, মণীশ মালহোত্রার পোশাক-- কী নেই।

বিগত বেশ কিছু দিন ধরে বলিউডে একটাই টপিক ট্রেন্ডিং। তা হল সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ে। আকাশে বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছিল, আজ অর্থাৎ সোমবার রাজস্থানের জয়সালমিরের এক প্রাসাদপম পাঁচতারায় এক হতে চলছে চার হাত। কিন্তু এ কী! সাম্প্রতিক খবর বলছে আজ নাকি হচ্ছে না সিড-কিয়ারার বিয়ে। কিন্তু কেন? কী এমন হল? দাঁড়ান ভক্তরা, চিন্তিত হওয়ার কিছু নেই। হবু বর-বউ নাকি আগামীকাল অর্থাৎ ৭ তারিখ বিয়ে করবেন বলে ঠিক করেছেন। তাই আজ বিয়ে হচ্ছে না এ কথা সত্য হলেও বিয়ে স্থগিত নয়। কিন্তু কেন এই পরিবর্তন? জানা যাচ্ছে, আজকের দিনটা নাকি সঙ্গীত ও মেহেন্দির জন্য ধার্য করেছেন তাঁরা। সন্ধেবেলা অতিথিদের জন্য আয়োজন করা হয়েছেন এক বিশেষ ডিনারেরও। কাল অর্থাৎ মঙ্গলবারই শুভদিন দেখে হবে বিয়ে। তার আগে গোটা পরিবার মেতে উঠেছেন উৎসবের মেজাজে।
সিড-কিয়ারার বিয়ে কিন্তু কোনও ছোটখাটো সেলিব্রেশন নয়। বেশ বড় করেই আয়োজিত হচ্ছে সব কিছু। ঢালাও খাবার, মণীশ মালহোত্রার পোশাক– কী নেই। রাজস্থানের যে জায়গায় তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেছেন তা লোকালয় থেকে অনেক দূরে। আশেপাশের ১০ কিলোমিটারের মধ্যে নেই কোনও জনবসতি। নিরিবিলিতে বিয়ে করার এর চেয়ে ভাল জায়গা আর কী বা হতে পারে। বিয়ের ছবি যাতে বাইরে প্রকাশ না পায়, তারও বন্দোবস্ত করা হয়েছে। তিনটি নিরাপত্তা সংস্থা নিয়োগ করা হয়েছে তাঁদের বিয়ের জন্য। ওই সাতমহলা হোটেল ভাড়া করা হয়েছে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই সেখানে হাজির অতিথিরা। শাহিদ কাপুর তাঁর স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে পৌঁছে গিয়েছে রবিবারেই। অন্যদিকে ঈশা অম্বানি ও আনন্দ পিরামলও হাজির কিয়ারা-সিডের বিয়েতে। ঈশা ও কিয়ারা যে ছোটবেলার বন্ধু, এ কথা তো সকলেই জানেন। সব মিলিয়ে প্রস্তুতি তুঙ্গে। এখন শুধু বিয়ে করা বাকি।
View this post on Instagram
কেরিয়ারের একেবারে ‘পিক টাইম’-এ বিয়ে করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। কিয়ারার আগের নাম ছিল আলিয়া। কাকতালীয়ভাবে সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আবার ছিলেন আলিয়া ভাট। যদিও এখন রণবীরের সঙ্গে সুখের সংসার তাঁর। বলিউডে পা রাখার পর সলমন খান নাকি তাঁকে নাম বদলে নেওয়ার জন্য বলেছিলেন। সে সময় আলিয়া বলিউডে নাম করে নিয়েছেন। ভাইজানের যুক্তি ছিল একই ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া হয়ে গেলে আলাদা করে নিজের পরিচয় বানাতে পারবেন না কিয়ারা। সলমনের কথা মেনে আদপে লাভই হয়েছিল কিয়ারার। বর্তমানে বলিউডে অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। পিছিয়ে নেই সিদ্ধার্থও।





