Anupam Roy: কাকে ‘বিদায়’ জানালেন অনুপম? সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 21, 2023 | 1:45 PM

Tollywood Inside: সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ভাইরাল হতে দেখা যায়। কখনও তাঁর গান কখনও আবার তাঁর পোস্ট, সব কিছুর সঙ্গে লিঙ্ক খুঁজতে শুরু করেন দর্শকেরা। তাঁর লেখা দুকোলি গানের অংশেও  সকলে পুরোনো প্রেম-সংসারের সংযোগ খোঁজেন।

Anupam Roy: কাকে বিদায় জানালেন অনুপম? সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন...

Follow Us

গায়ক অনুপম রায়। টলিপাড়ায় তিনি ভীষণ জনপ্রিয়। তাঁর গানের কথা হোক কিংবা কণ্ঠস্বর, বিশেষ ধারায় পরিচিত। ছবি হোক কিংবা অ্যালব্যাম অনুপমের গান মানেই দর্শক মনে তা জায়গা করে নেয়। তবে বেশ কিছু দিন ধরে তিনি খবরের শিরোনামে ব্যক্তিগত জীবনের জেরে। তাঁর স্ত্রি পিয়া এখন অন্য কারও। বিবাহ বিচ্ছেদের পর পিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ের খবর তোলপাড় করে নেট দুনিয়ায়। শোনা যায় অনুপমের সঙ্গে সম্পর্ক থাকাকালীন পিয়ার জীবনে দ্বিতীয় বসন্ত এনে দিয়েছিলেন পরমব্রত। গুঞ্জন ছিল বহুদিন ধরেই। তবে পিয়া ও পরমের বিয়েকে কেন্দ্র করে আবারও চর্চায় ফিরে আসে অনুপমের ব্যক্তি জীবন। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ভাইরাল হতে দেখা যায়। কখনও তাঁর গান কখনও আবার তাঁর পোস্ট, সব কিছুর সঙ্গে লিঙ্ক খুঁজতে শুরু করেন দর্শকেরা। তাঁর লেখা দু’কলি গানের অংশেও  সকলে পুরনো প্রেম-সংসারের যোগ খোঁজেন।

সকলেই যখন চর্চার কেন্দ্র অনুপমের সম্পর্ককে তুলে ধরেছেন, ঠিক সেই সময়ই অনুপম হারিয়েছিলেন অজন্তা পাহাড়ে। পুরুলিয়া গিয়েছিলেন তিনি। কোনও বিশেষ কনসার্টে নাকি একান্তে কিছুটা সময় কাটাতে, তা স্পষ্ট ছিল না পোস্টে। তবে সেখান থেকেই তোলা নিজের কিছু ছবি শেয়ার করে তিনি লিখলেন, বিদায় পুরুলিয়া।

প্রসঙ্গত, অনুপম যদিও বিবাহ বিচ্ছেদ বা পরম পিয়ার বিয়ে নিয়ে কোনও মন্তব্যই করেননি। পিয়া ও তাঁর বিচ্ছেদ হয়েছে ২ বছর হল। ফলে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে চর্চা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তবে পিয়া ও পরমের বিয়ের খবর সবটাই যেন উষ্কে দেয়। পরম ও পিয়া যদিও বিশাল ঘটা করে বিয়ের সিদ্ধান্ত নেননি। খুব ছোট্ট করে বিয়ের অনুষ্ঠান করা হয়, যেখানে কেবলই আইনিমতে বিয়ে সারেন তাঁরা। তারপর এক বন্ধুর বাড়িতে গিয়ে খাওয়া দেওয়া।