‘…প্রতারণা করা উচিত নয়’, ইন্ডিয়ান আইডল বিতর্কে এ বার মুখ খুললেন কৈলাস খের

Indian Idol 12: প্রসঙ্গত, কিছুদিন আগে ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর পুত্র অমিত কুমার। তিনি পরে জানান, প্রতিযোগীদের পারফরম্যান্স ভাল না লাগলেও নির্মাতাদের নির্দেশ মতো প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন।

'...প্রতারণা করা উচিত নয়', ইন্ডিয়ান আইডল বিতর্কে এ বার মুখ খুললেন কৈলাস খের
কৈলাস খের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 11:10 PM

ফাইনালের আর বেশিদিন বাকি নেই। ইন্ডিয়ান আইডলের ১২ তম সিজন যেন বিগবস। একের পর এক বিতর্কে এই শো’র টিআরপি তুঙ্গে। এ বার সেই বিতর্কেই আরও একটু ঘি ঢাললেন রিয়ালিটি শো’টিরই প্রাক্তন বিচারক গায়ক কৈলাশ খের। ওই শো’য়ে অতিথি বিচারক হিসেবে উপস্থিত হয়ে অমিত কুমারের ‘জোর করে প্রশংসা’ মন্তব্য নিয়ে মুখ খুললেন তিনিও।

প্রসঙ্গত, কিছুদিন আগে ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর পুত্র অমিত কুমার। তিনি পরে জানান, প্রতিযোগীদের পারফরম্যান্স ভাল না লাগলেও নির্মাতাদের নির্দেশ মতো প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। কারণ উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে তিনি ওই শোয়ে হাজির ছিলেন। এর পর থেকেই বিতর্কের সূত্রপাত হয়।

View this post on Instagram

A post shared by Kailash Kher (@kailashkher)

সেই কথার রেশ ধরেই কৈলাস খেরের বক্তব্য, “ভুয়ো প্রশংসা করা উচিত নয়। সাদাকে সাদা আর কালো কে অবশ্যই কালো বলা উচিত বলে আমার মনে হয়।” গায়ক যোগ করেন, “মিথ্যে প্রশংসা করে কাউকে অন্ধ করে দিয়ে কী লাভ। সত্যের পথে চালনা করাই বিচারক হিসেবে প্রধান কর্তব্য হওয়া প্রয়োজন। ভগবান সত্য, শিব সত্য। যদি তুমি ভগবানে বিশ্বাসী হও তাহলে কারও সঙ্গে প্রতারণা করা উচিত নয়।

দিন কয়েক আগেই রথযাত্রা উপলক্ষে নিজের এক গান মুক্তি পেয়েছে তাঁর। মাত্র চার দিনেই সেই গানের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ‘সাইয়া’, ‘পরিন্দা’, ‘তেরি দিওয়ানি’ গানের স্রষ্টা।

আরও পড়ুন- আমার বাংলা উচ্চারণ নিয়ে যাঁদের প্রশ্ন রয়েছে, তাঁদের বলছি ‘হৃদয়হরণ’ দেখেছিলেন: জয়ী দেবরায়