মাস দুয়েক আগে কপিল শর্মার কমেডি শো-তে আসেন ত্রয়ী গায়ক- পলাশ সেন, কেকে (KK)আর শান (Shaan)। সেই শো-এর একটি ভিডিয়ো পোস্ট করেছেন পলাশ সেন (Palash Sen)। তাঁর অন্যতম প্রিয় বন্ধু কেকে। তাঁর এই আকষ্মিক মৃত্যুতে আর পাঁচজনের মতো তিনিও বাকরুদ্ধ। কথা বলার মতো অবস্থায় নেই তিনি। ফোন ধরছেন না। ছিল না কোনও পোস্টও। কিছু সময় আগে এবার তিনি সেই কপিলের শো-এর ভিডিয়ো দিয়ে নিজের কথা জানিয়েছেন। পোস্টের সঙ্গে তাঁর যন্ত্রণা ভাগ করেছেন তিনি। লিখেছেন, “এত বড় ক্ষতি থেকে বেরিয়ে আসতে অনেকটা বেশি সময় লেগে গেল…পুরোপুরি শেষ আর ভেঙে পড়েছি। ধন্যবাদ তোমাকে ভাই সবকিছুর জন্য। তুমি সারা জীবন আমার হৃদয়ে সযত্নে থাকবে”।
পলাশ পোস্টে জানালেন দুইজনেই দিল্লির ছেলে। কেকে সেই সময় দিল্লিতে চুটিয়ে জিঙ্গলস গাইছেন। আর পলাশ সবে ডাক্তারি পাশ করে চেম্বার করেছেন। পলাশের পরিবারের লোকজন গান নিয়ে খুব বেশি খুশি ছিলেন না। কিন্তু পলাশ গান গাইতে চাইতেন। কেকে জীবনে এগিয়ে যেতে দিল্লি ছেড়ে মুম্বই পাড়ি দেন। সেই দিল্লির জিঙ্গল যাঁরা করতে নতুন মুখ খুঁজছিলেন। কেকে-এর জায়গায় তখন সুযোগ পান পলাশ। তাই তিনি সারাজীবন পলাশের কাছে কৃতজ্ঞ। তিনি আরও বড় পরিসরে গাইবার জন্য দিল্লি না ছাড়লে পলাশের গায়ক হওয়াই হয়তো হতো না। শোতে তাঁর সঙ্গে ছিলেন শানও। তিনি দুজনেু উদ্দেশ্যে জানান, জীবনে অনেক মানুষ দেখেছেন নানা রূপে, কিন্তু ২০ বছর ধরে দুটো মানুষকে একেবারেই পাল্টাতে দেখেননি, তাঁরা হলেন কেকে এবং শান।
পলাশ সেই সময় নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো ভাগ করেছিলেন। যেখানে তিনি সেট থেকে বেরিয়ে ভ্যানের দিকে যেতে যেতে কপিলকে ধন্যবাদ দিয়ে বলেন, “অনেক দিন পর শান আর কেকে-র সঙ্গে ভাল সময় কাটালাম। মনে হচ্ছে ২০ বছর পিছনে ফিরে গিয়েছি”। আজ কেকে-এর মৃত্যুতে কপিলের সেই শোকেই নিজের ভালবাসা, শ্রদ্ধা জানানো জন্য বেছে নিলেন পলাশ।