KK: ফিরল কেকে’র মৃত্যুর স্মৃতি, গান গাইতে গাইতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক

Singr;s Death:৩১ মে ২০২২, মনে পড়ে সেই অভিশপ্ত দিনের কথা? কলকাতার নজরুল মঞ্চে পারফর্ম করার সময়েই গুরুতর অসুস্থবোধ, এর পরেই এক নির্মম মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে'কে। ঠিক একই ঘটনারই যেন পুনরাবৃত্তি।

KK: ফিরল কেকে'র মৃত্যুর স্মৃতি, গান গাইতে গাইতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক
মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 9:29 PM

 

৩১ মে ২০২২, মনে পড়ে সেই অভিশপ্ত দিনের কথা? কলকাতার নজরুল মঞ্চে পারফর্ম করার সময়েই গুরুতর অসুস্থবোধ, এর পরেই এক নির্মম মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে’কে। ঠিক একই ঘটনারই যেন পুনরাবৃত্তি। মাত্র ৩০ বছর বয়সী গায়ক গান গাইতে উঠেছিলেন মঞ্চে। বাহারি আলো আর লাইভ মিউজিকে মজেছিলেন দর্শক। কিন্তু সেই সময়েই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। হাতে মাইক নিয়ে মঞ্চে সটান পড়ে যান গায়ক। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন ওই গায়ককে। চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ফেইরা দে সান্তানা অঞ্চলে। প্রয়াত গায়কের নাম পেদ্রো হেনরিক। তাঁর অকালমৃত্যুতে শোকে পাথর তাঁর প্রিয়জনেরা। প্রকাশিত হয়েছে এক শোকবার্তাও। তাতে লেখা, “পেদ্রো এক হাসিখুশি মানুষ ছিলেন। বাবা-মায়ের একমাত্র ছেলে। একজন ভাল স্বামী ও একজন ভাল বাবাও ছিলেন একই সঙ্গে। তোমার গলায় গান বাঁচিয়ে রাখবেন তোমার স্ত্রী ও তোমার শিশু সন্তান।” গায়কের পরিবার ও প্রিয়জন দ্রুত এই গভীর ক্ষত সারিয়ে উঠুন এমনটাই চাইছেন তাঁদের শুভানুধ্যায়ীরা।

কেকে’র মৃত্যুর প্রায় দুই বছর পার হয়ে গিয়েছে। যদিও ক্ষত আজও রয়ে গিয়েছে সকলের মনে। হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা বিগত বেশ কিছু সময় ধরে বেড়েছে ব্যাপকভাবে। কিছু দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা শ্রেয়স তালপাড়ে। যদিও অ্যাঞ্জিওপ্লাস্টির পর আগের থেকে ভাল আছেন তিনি, এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী।