গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়, অনবদ্য গান গেয়ে যিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। তাঁরই মনের মাঝে বাস অরিজিৎ সিং-এর। অরিজিৎ সিং-এর ভক্ত নন এমন মানুষ পাওয়া বেশ কঠিন বিষয়। ফলে ব্যতিক্রম নন পৌষালীও। অরিজিৎ সিং-এর গানের ভক্ত তিনি প্রথম থেকেই। চেয়েছিলেন একবার মাত্র প্রিয় গায়কের সঙ্গে দেখা করতে। কিন্তু তা হয়ে উঠতে সময় লেগে যায় মোটের ওপর ৪ বছর। বার বার তাঁর টিম থেকে অরিজিৎ সিং-এর টিমের সঙ্গে যোগাযোগ করলেও খুব একটা সহজ উত্তর মেলেনি। তবে একদিন সেই অপেক্ষার অবসান ঘটে। একটা সময় গিয়ে অরিজিৎ সিং-এর সঙ্গে দেখা করার সুযোগও চলে আসে তাঁর। সিনে চকাচককে দেওয়া এক সাক্ষাৎকারে পৌষালী জানিয়েছিলেন তিনি মাত্র ১০ মিনিটের জন্য দেখা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তা ১০ মিনিটে সীমাবদ্ধ ছিল না।
অরিজিৎ সিং এতটাই গান ভক্ত মানুষ যে গান প্রসঙ্গে কথা বলতে বলতে কখন ৪০ মিনিট তিনি কাটিয়ে ফেলেছেন। পৌষালীর কথায় তিনি গিয়ে দেখেন অরিজিৎ রেকর্ডিং-এ ব্যস্ত। তারই মাঝে কিছুটা সময় করে নিয়ে তিনি আসেন পৌষালীর সঙ্গে দেখা করতে। ১০ মিনিট অপেক্ষা করানোর জন্য চেয়ে নিয়েছিলেন ক্ষমাও। তবে পৌষালী বিষয়টা দেখে অবাক হয়েছিলেন, এত বড় স্টার, তিনি এতটাই সহজ, এতটাই সরল। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না পৌষালী।
তিনি আরও বলেন, ‘অনেকেই বলে তাঁদের পা মাটিতে রয়েছে, কিন্তু এমনটা বাস্তবে হয় না। তবে অরিজিৎ সিং-এর পা সত্যি মাটিতেই রয়েছে। তিনি সত্যি ভীষণ সহজ মানুষ। গান ছাড়া তিনি আর কিছুই বোঝেন না। আমায় জানান, গান ছাড়া আমি আর কিছুই পারি না।’ পৌষালীর কথায় অরিজিৎ সিং-এর এই রূপ যেন তিনি মেনে নিতে পারছিলেন না। কিছুতেই বুঝতে পারছিলেন না তিনি সত্যি অরিজিৎ সিং-এর সঙ্গে কথা বলছে। তাঁর সঙ্গে কাজ করার কথাও জানিয়েছিলেন অরিজিৎ, বলেছিলেন বাংলার প্রাচীন লোকগীতিকে বাঁচিয়ে রাখার কথা।