Singer Sidhu: সোচ্চার হলেন সিধু, ক্ষমা চাইলেন আসিভা-নির্ভয়াদের কাছে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 09, 2022 | 9:45 PM

Music: 'ক্যাকটাস' ব্যান্ডের অন্যতম প্রধান মুখ সিধু। তাঁর বহুদিনের সঙ্গী পটা। একসঙ্গে কাজ করেছেন কত। কিছু দিন আগেই পটার এক পোস্টকে ঘিরে শুরু হয় জোর আলোচনা।

Singer Sidhu: সোচ্চার হলেন সিধু, ক্ষমা চাইলেন আসিভা-নির্ভয়াদের কাছে
সিধু

Follow Us

 

দেশে ঘটা দু’দুটো হেনস্থার ঘটনা রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল সকলকে। নৃশংসতার জ্বলন্ত রূপ দেখে হতবাক হয়ে গিয়েছিল দেশবাসী। নিজের গানে তাঁদের কাছেই ক্ষমা চাইলেন গায়ক সিধু। গানের মধ্যে দিয়ে তুলে ধরলেন সমাজের বর্বরতার কিছু জ্বলন্ত চিত্র। গানের কথা বলছে, ‘এই আমার সেই সমাজ, যেখানে মানবতা হারায়, এই আমার সেই সমাজ, যেখানে হিংস্রতা জন্মায়’। বর্তমানে সমাজে বিচ্ছিন্ন কিছু ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁর এই জেহাদ। কঠিন, অপ্রিয় সমাজের গল্প বুনেছেন অরিজিৎ ঘোষ। আর সেই গল্পকেই সুরের জালে বিদ্ধ করেছেন সিদ্ধার্থ রায় ওরফে সিধু। গানটির সঙ্গীত পরিচালক রুদ্র সরকার।

‘ক্যাকটাস’ ব্যান্ডের অন্যতম প্রধান মুখ সিধু। তাঁর বহুদিনের সঙ্গী পটা। একসঙ্গে কাজ করেছেন কত। কিছু দিন আগেই পটার এক পোস্টকে ঘিরে শুরু হয় জোর আলোচনা। পটার ‘ক্যাকটাস’ ছাড়ার জল্পনাও গাঢ় হয়ে ওঠে। ফেসবুকে পটা লিখেছিলেন, “ওরকম ব্যান্ড যেখানে অন্ত্যেষ্টি থাকে, সেখানে আমি প্রশ্রয় দিই না… জয়গুরু।” কোনও ব্যান্ডের নাম উল্লেখ না করলেও পটা যে ‘ক্যাকটাস’কেই দুষেছেন সে ব্যাপারে নিশ্চিত হয়েছিলেন অনেকেই। রাত্রে ওই পোস্ট করলেও সকালে ওই পোস্ট মুছে দিয়েছিলেন পটা। জানিয়েছিলেন অভিমানের বশেই ওই পোস্ট। সিধুও এই নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। এ তো গেল মান-অভিমানের কথা। সিধুর নতুন গান কিন্তু এ সব মান-অভিমানের ঊর্ধ্বে। সমাজের আসল চেহারা দেখানোই তাঁর উদ্দেশ্য।

Next Article