Sonu Nigam: অনু মালিককে ভয় পেতাম, আমায় লাগাতার অত্যাচার করত: সোনু নিগম

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 07, 2023 | 6:12 PM

Sonu Nigam: রিয়ালিটি শো থেকে উত্থান হয় গায়ক সোনু নিগমের। আর সেই সূত্রেই তাঁর আলাপ হয় গায়ক ও কম্পোজার অনু মালিকের সঙ্গে। অনু মালিককে নিয়ে বলিউডে নানা রটনা। এবার তাঁকে নিয়ে সোনুর বক্তব্য, তাঁর কেরিয়ার শুরুতে নাকি অনু মালিক রীতিমতো অত্যাচার করতেন তাঁকে। মাত্র ১৪ বছর বয়সে সোনুর দেখা হয়েছিল অনু মলিকের সঙ্গে। সে সময়েই কিন্তু সোনুকে পছন্দ হয়েছিল অনুর। কিন্তু তা মুখে প্রকাশ করেননি।

Sonu Nigam: অনু মালিককে ভয় পেতাম, আমায় লাগাতার অত্যাচার করত: সোনু নিগম
অনু-সোনু

Follow Us

 

রিয়ালিটি শো থেকে উত্থান হয় গায়ক সোনু নিগমের। আর সেই সূত্রেই তাঁর আলাপ হয় গায়ক ও কম্পোজার অনু মালিকের সঙ্গে। অনু মালিককে নিয়ে বলিউডে নানা রটনা। এবার তাঁকে নিয়ে সোনুর বক্তব্য, তাঁর কেরিয়ার শুরুতে নাকি অনু মালিক রীতিমতো অত্যাচার করতেন তাঁকে। মাত্র ১৪ বছর বয়সে সোনুর দেখা হয়েছিল অনু মলিকের সঙ্গে। সে সময়েই কিন্তু সোনুকে পছন্দ হয়েছিল অনুর। কিন্তু তা মুখে প্রকাশ করেননি।

সোনু নিগমের কথায়, “যখন আমি মুম্বই আসি বাবার সঙ্গে অনু মালিকের সঙ্গে দেখা করতে যাই। আমাকে বিশেষ পাত্তা দেননি তিনি। কিন্তু ধীরে ধীরে আমি বুঝে যাই কীভাবে তাঁর সঙ্গে ব্যবহার করতে হবে। আসলে উনি হলেন, “জিতনা দাবাওগে উতনা দাবেঙ্গে।” এখানেই না থেমে সোনু আরও যোগ করেন, “তবে জানেন, আমি কিন্তু প্রথম প্রথম ওঁকে বেশ ভয় পেতাম। আমায় অত্যাচার করতেন। আমার চেয়ে বড় ছিলেন কিনা। এ ছাড়া অভিজ্ঞতাও ছিল বেশি।”

তবে অনু মালিককেই যে তিনি গুরু হিসেবে মানেন, সে কথা অকপটে জানিয়েছেন সোনু। অনু মালিক যে খানিক রাগী সে কথা অতীতে জানিয়েছিলেন কুমার শানুও। তিনি বলেছিলেন, “একটু খাড়ুশ টাইপের ও। কখনও উৎসাহ দেয় না। শুধুমাত্র নিরুৎসাহই করতে থাকে। বলতে থাকে, ‘কী হল আজ গলায়। মজা আসছে না’— এতদসত্ত্বেও তিনি সবার প্রিয়। বহু হিট উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। তা অস্বীকার করে, এ সাধ্যি কার?

Next Article